শাবি প্রতিনিধি
শাবি শিক্ষার্থী রূপকের চিকিৎসা সহায়তায় `শিকড়`র চ্যারিটি প্রোগ্রাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের চিকিৎসা সহায়তায় চ্যারিটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) সাংস্কৃতিক সংগঠন ' শিকড়' এ প্রোগ্রামটির আয়োজন করে।
২৬ মার্চ (সোমবার) রাত ১১ টার দিকে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবির লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মজিবুর রহমান রূপক। বর্তমানে তার দুটো কিডনিই অকেজো হয়ে যাওয়ায় চিকিৎসাবাবদ প্রয়োজন ৫০ লক্ষ টাকা।
তার সাথে রক্তের সম্পর্ক না থাকলেও, শিকড় পরিবারের সাথে আত্মার বন্ধনের পবিত্র মায়া জড়িয়ে আছেন তিনি। সে সংবেদনশীলতা থেকে 'মহান স্বাধীনতা দিবস' এ অসুস্থ রূপকের জন্য বিগ্রহ/মানবতা/মুক্তি নামে চ্যারিটি প্রোগ্রামের আয়োজন করা হয়।
এরই অংশ হিসেবে ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৬টা ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত
৮ টা মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া, শিকড়ের ঋতুভিত্তিক সাহিত্যপত্রিকা “অরণী” এবং চিত্রকলা বিভাগ এর গ্লাসপেইন্টসহ বিভিন্ন বিক্রয়যোগ্য চিত্রকর্মের সার্বক্ষণিক স্টল দেওয়া হয়। পাশাপাশি, মুক্তমঞ্চের বিভিন্ন জায়গায় চ্যারিটি বক্স স্থাপন করা হয়। যা থেকে প্রাপ্ত অর্থ রূপক এর চিকিৎসা তহবিলে প্রদান করা হবে।
আইনিউজ/ জিএম ইমরান/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩