আইনিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : বাংলা
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীদের জন্য বাংলা থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১. সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. শব্দতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব ঘ. অর্থতত্ত্ব
সঠিক উত্তর : খ. শব্দতত্ত্ব
২. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক. সংক্ষেপণ খ. মিলন
গ. একাধিক পদের একপদীকরণ
ঘ. সবগুলো
সঠিক উত্তর : ঘ. সবগুলো
৩. দুটি শব্দের মিলনে কী হয়?
ক. সমাস খ. সন্ধি
গ. ধ্বনি ঘ. বাক্য
সঠিক উত্তর : ক. সমাস
৪. সমাস কয় প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৫ ঘ. ৬
সঠিক উত্তর : ঘ. ৬
৫. সমাসনিষ্পন্ন পদের নাম কী?
ক. সমস্যমান পদ
খ. পূর্বপদ
গ. পরপদ
ঘ. সমস্তপদ
সঠিক উত্তর : ঘ. সমস্তপদ
৬. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক. বিগ্রহবাক্য খ. অনুগ্রহবাক্য
গ. গরলবাক্য ঘ. জটিল বাক্য
সঠিক উত্তর : ক. বিগ্রহবাক্য
৭. অনেকেই দ্বিগু সমাসকে কোন সমাসে অন্তর্ভুক্ত করে থাকেন?
ক. দ্বন্দ্ব সমাসে
খ. কর্মধারয় সমাসে
গ. অব্যয়ীভাব সমাসে
ঘ. তৎপুরুষ সমাসে
সঠিক উত্তর : খ. কর্মধারয় সমাসে
৮. দুধে-ভাতে কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব
খ. অলুক তৎপুরুষ
গ. অলুক বহুব্রীহি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : ক. অলুক দ্বন্দ্ব
৯. নিচের কোনটি সমার্থে দ্বন্দ্ব সমাস?
ক. অহি-নকুল
খ. নরম-গরম
গ. কাপড়-চোপড়
ঘ. খাতা-পত্র
সঠিক উত্তর : ঘ. খাতা-পত্র
১০. শ্বেতবস্ত্র কোন সমাস?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর : ক. কর্মধারয়
১১. কর্মধারয় সমাস কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : গ. ৪
১২. বৌভাত কোন সমাস?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়
সঠিক উত্তর : ক. মধ্যপদলোপী কর্মধারয়
১৩. বকধার্মিক কোন সমাস?
ক. মধ্যপদলোপী কর্মধারয়
খ. উপমান কর্মধারয়
গ. উপমিত কর্মধারয়
ঘ. রূপক কর্মধারয়
সঠিক উত্তর : খ. উপমান কর্মধারয়
১৪. ক্ষণস্থায়ী কোন সমাস?
ক. ২য়া তৎপুরুষ
খ. ৩য়া তৎপুরুষ
গ. ৪র্থী তৎপুরুষ
ঘ. ৫মী তৎপুরুষ
সঠিক উত্তর : ক. ২য়া তৎপুরুষ
১৫. পকেট মারে যে = পকেটমার। কোন সমাস?
ক. কর্মধারয় খ. দ্বন্দ্ব
গ. উপপদ তৎপুরুষ
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : গ. উপপদ তৎপুরুষ
১৬. বহুব্রীহি সমাস কত প্রকার?
ক. ৫ খ. ৬
গ. ৭ ঘ. ৮
সঠিক উত্তর : ঘ. ৮
১৭. মাথায় পাগড়ি কোন সমাস?
ক. অলুক দ্বন্দ্ব
খ. অলুক তৎপুরুষ
গ. অলুক বহুব্রীহি
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : গ. অলুক বহুব্রীহি
১৮. বীণাপাণি কোন সমাস?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর : ঘ. বহুব্রীহি
১৯. গোঁফখেজুরে কোন সমাস?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর : ঘ. বহুব্রীহি
২০. কোলাকুলি কোন সমাস?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. অব্যয়ীভাব ঘ. বহুব্রীহি
সঠিক উত্তর : ঘ. বহুব্রীহি
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩