আইনিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : গণিত

আগামী ২২ এপ্রিল থেকে ৩ পর্যায়ে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে। ২০ মে দ্বিতীয় পর্যায়ের এবং ৩ জুন তৃতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারীদের প্রস্তুতির জন্য গণিত থেকে কিছু প্রশ্ন দেওয়া হলো। যা তাদের প্রস্তুতিতে সহায়ক হবে।
১. সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে বলে—
ক) মধ্য রাশি খ) প্রান্তীয় রাশি
গ) মিশ্র রাশি ঘ) ক্রমিক রাশি
সঠিক উত্তর : খ) প্রান্তীয় রাশি
২. ২ঃ৩, ৪ঃ৫,২ঃ৭-এর যৌগিক অনুপাত কত?
ক) ১৮ঃ১০৯ খ) ২০ঃ১১৪
গ) ১৬ঃ১০৫ ঘ) ২৩ঃ৯৯
সঠিক উত্তর : গ) ১৬ঃ১০৫
৩. হাসান ও করিমের আয়ের অনুপাত ৪ঃ৩। করিম ও রহিমের আয়ের অনুপাত ৫ঃ৪। হাসানের আয় ১২০ টাকা হলে করিমের আয় কত?
ক) ৭৫ খ) ৭২
গ) ৯০ ঘ) ৮০
সঠিক উত্তর : গ) ৯০
৪. ৬০ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকরা করা হয়েছে। বড় টুকরা ও ছোট টুকরার পার্থক্য কত?
ক) ১০ খ) ৯
গ) ৮ ঘ) ২১
সঠিক উত্তর : ঘ) ২১
৫. ১ ঘণ্টা ১০ মিনিট ৩ ঘণ্টার কত অংশ?
ক) ৯ / ১০ খ) ৭ / ১৮
গ) ৫ / ১৩ ঘ) ৩ / ১২
সঠিক উত্তর : খ) ৭ / ১৮
৬. ৩, ৯, ৫-এর চতুর্থ সমানুপাতিক কত?
ক) ১৮ খ) ১৫ গ) ১৬ ঘ) ১৯
সঠিক উত্তর : খ) ১৫
৭. x: y=4: 7, y: z=5: 6 হলে z-y=?
ক) ৯ খ) ৮ গ) ১০ ঘ) ৭
সঠিক উত্তর : ঘ) ৭
৮. ক, খ ও গ-এর বেতনের অনুপাত ৭ঃ৫ঃ৩। খ, গ অপেক্ষা ৮০ টাকা বেশি পেলে ক-এর বেতন কত?
ক) ৫৬০ খ) ২৮০
গ) ৪৪০ ঘ) ৩৫০
সঠিক উত্তর : খ) ২৮০
৯. দুটি রাশির অনুপাত ৩ঃ৪। উত্তর রাশি ১২.৮ হলে, পূর্ব রাশি কত?
ক) ১০.২ খ) ৮.৪
গ) ৯.৬ ঘ) ৫.৮
সঠিক উত্তর : গ) ৯.৬
১০. √a: √b কে a: b-এর কী বলা হয়?
ক) মিশ্র অনুপাত
খ) সমানুপাত
গ) ত্রিভাজিত অনুপাত
ঘ) দ্বিভাজিত অনুপাত
সঠিক উত্তর : ঘ) দ্বিভাজিত অনুপাত
১১. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত হবে—
ক) ৫ঃ১ খ) ১৫ঃ৩
গ) ৬ঃ১ ঘ) ৭ঃ২
সঠিক উত্তর : ক) ৫ঃ১
১২. একটি বাঁশের ১ / ৩ অংশ কাঁদায়, ৩ / ৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির ওপরে আছে। বাঁশটির কত হাত কাঁদায় আছে?
ক) ৯০ খ) ৬০
গ) ৩০ ঘ) ৪০
সঠিক উত্তর : গ) ৩০
১৩. একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার ব্যয় ও সঞ্চয়ের পার্থক্য—
ক) ৩০০০ টাকা
খ) ৪০০০ টাকা
গ) ৬০০০ টাকা
ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর : খ) ৪০০০ টাকা
১৪. দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সঙ্গে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুটির পার্থক্য কত?
ক) ৬ খ) ৫ গ) ৮ ঘ) ৯
সঠিক উত্তর : ক) ৬
১৫. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ২। ১০ বছর পর পুত্রের বয়স কত হবে?
ক) ৬১ খ) ৪২ গ) ৩২ ঘ) ৪৪
সঠিক উত্তর : গ) ৩২
১৬. কিছু টাকা ক, খ ও গ-এর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে ক-এর অংশ খ-এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ-এর চার গুণের সমান। তাদের অংশের অনুপাতের যোগফল কত?
ক) ১২ খ) ১৩
গ) ১৪ ঘ) ১৫
সঠিক উত্তর : খ) ১৩
১৭. যদি a: b:: b: c হয় এবং a ও c-এর মান যথাক্রমে 2 ও 5 হয়, তাহলে b-এর বর্গের মান কত?
ক) ৮ খ) ১৪
গ) ১০ ঘ) ১২
সঠিক উত্তর : গ) ১০
১৮.৩২ লিটার পেট্রল-অকটেনের মিশ্রণে, অকটেন ও পেট্রলের অনুপাত ৩ঃ৫। এতে আর কত অকটেন মেশালে অকটেন ও পেট্রলের অনুপাত ৫ঃ৪ হবে?
ক) ১৩ খ) ১৪
গ) ১৫ ঘ) ১৬
সঠিক উত্তর : ক) ১৩
১৯. এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কী অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
ক) ৩ঃ৫ খ) ৭ঃ৩
গ) ৫ঃ৭ ঘ) ৮ঃ৫
সঠিক উত্তর : খ) ৭ঃ৩
২০. একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কত গ্রাম তামা মেশালে সোনা ও তামার অনুপাত ২ঃ১ হবে?
ক) ৪ খ) ৫ গ) ২ ঘ) ৬
সঠিক উত্তর : গ) ২
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩