খালেদুল হক, কুবি প্রতিনিধি
আপডেট: ২২:১৯, ২ জুন ২০২২
কুবির ইংরেজি বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১২তম আবর্তন
টাইব্রেকারে ১৫তম আবর্তনকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ১২তম আবর্তন। বৃহস্পতিবার (২ জুন) সকালে সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে ড্র হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। ১২ তম আবর্তনের গোলরক্ষক ওমর ফারুক ২টি পেনাল্টি বাচিয়ে দিয়ে ১২ তম আবর্তনকে তুলে দেয় চ্যাম্পিয়নশিপ।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ কর্তৃক আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস ও সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা।
বিভাগের সহকারী অধ্যাপক ও ১২ তম আবর্তনের টিম এডভাইজর রেনেসাঁ আহমেদ সায়মা অনুভূতি প্রকাশ করে বলেন, 'অনুভূতি বলতে গেলে অবশ্যই বলব আমার ছেলেরা তাদের সেরাটা খেলেছে আজকে৷ দুর্দান্ত ম্যাচ ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল কনিষ্ঠতম ব্যাচ ১৫ এর সাথে যারা পুরো টুর্নামেন্ট এ একটা ম্যাচ ও হারেনি।'
তিনি আরও বলেন, ' আজ খেলার এক পর্যায়ে আমি ভুলেই গিয়েছিলাম আমি টিম এডভাইজর মাত্র৷ যার পায়ে বল দেখছি, চিৎকার দিয়ে তাকেই উৎসাহ দিচ্ছিলাম। শুরু থেকে শেষ প্রতিটি মুহূর্ত টানটান উত্তেজনা নিয়েই খেলা উপভোগ করেছি,উৎসাহ দিয়েছি এবং আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। ১৫তম ব্যাচ দুর্দান্ত খেলেছে, তাদের এনার্জি,সুইফটনেস, ইউনিটি সবকিছুই দর্শক হিসেবে আমাদের মুগ্ধ করেছে। চ্যাম্পিয়ন ও রানারস আপ দুই দলকেই অভিনন্দন। শুরু থেকে শেষ প্রতিটা মুহুর্ত ছিল দেখার মত!'
ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্জন করা ১২ আবর্তনের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ' চ্যাম্পিয়ন হওয়া নিশ্চয় আনন্দের। খেলার শেষ পর্যায়ে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয় তা উপভোগ করার মতো। সবচেয়ে টানটান উত্তেজনা ছিল প্যানাল্টির সময়ে। প্রথম কিক মিস করার পরে কিছুটা ভয় পেয়ে গেছিলাম। পরে ভাগ্য সহায় হলো, আমরা জিতলাম, চ্যাম্পিয়ন হলাম'।
১২ তম আবর্তনের অধিনায়ক নয়ন মিয়া বলেন, 'করোনার জন্যে অনেক দিন বিভাগে কোনো খেলাধুলা হয় নি। আমরা আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছিলাম। এখন আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ও চ্যাম্পিয়ন। তাই আনন্দের মাত্রটাও একটু বেশি। প্রতিপক্ষ দল ভালো খেলেছে।তাদের জন্য শুভকামনা। সেই সাথে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে খেলাগুলো পরিচালনা করার জন্য।'
এসময় ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ১২ তম আবর্তনের শিক্ষার্থী ওমর ফারুক ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ১২ তম আবর্তনের শিক্ষার্থী রাকিব রানা।
আইনিউজ/খালেদুল হক/এসডিপি
আইনিউজ ভিডিও
আলী আমজাদে রিইউনিয়ন
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩