ক্যাম্পাস প্রতিনিধি
আপডেট: ২২:২৮, ২৬ জুন ২০২২
জবি সাহিত্য সংসদের দেয়ালিকা "ভাবনায় স্বপ্নের পদ্মা সেতু”
''জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ'' এর উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দেয়ালিকা ও সাহিত্য পত্রিকা প্রকাশ করা হয়। দেয়ালিকার প্রতিপাদ্য বিষয় ছিলো ''ভাবনায় স্বপ্নের পদ্মা সেতু”। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় দেয়ালিকাটি রোববার (২৬ জুন) উদ্বোধন করা হয়। দেয়ালিকাটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, পদ্মা সেতু নিয়ে এমন ব্যাতিক্রমি আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, লেখনির এই ধারা অব্যাহত থাকুক৷ তোমরা সাহিত্য আড্ডা, সাহিত্য পত্রিকাসহ আরো সুন্দর সুন্দর আয়োজন করবে। তোমাদের জন্য রইলো শুভ কামনা।
- আইনিউজে আরও পড়ুন : মাভাবিপ্রবিতে মানিকগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন এর নতুন কমিটি
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী বলেন, আমাদের আবেগের পদ্মাসেতু নিয়ে এমন আয়োজন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদকে অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং মুজিব আর্দশের কলম সৈনিক দ্বারা এমনটি সম্ভব। এগিয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা।
জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হুসাইন বলেন, জননেত্রী শেখ হাসিনার সাহসি উদ্যোগকে দেয়ালিকার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কে ধন্যবাদ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের আহ্বায়ক আলিমুল ইসলাম বলেন, আমাদের এই আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ কামালউদ্দীন আহমদ , ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারন সম্পাদক আকতার হুসাইন ভাইদের শুভেচ্ছান্তে লেখা জমা দেওয়া সহ, সকল তরুণ সাহিত্যিকদের অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের আহ্বায়ক কমিটির সকল সদস্য কে। লেখনীর ধারা অব্যাহত রাখতে আমাদের পরবতী সাহিত্য পত্রিকায় লেখা পাঠানোর জন্য আহব্বান জানাচ্ছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘পদ্মা সেতুর মত এমন বৃহৎ অর্জনে বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন হিসেবে আমাদের এই আয়োজন। এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ।’
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসকেএস
আইনিউজ ভিডিও
লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩