নিজস্ব প্রতিবেদক
চবিতে যৌন হয়রানি: আরও চার ছাত্রলীগকর্মী বহিষ্কার
যৌন হেনস্তার ঘটনায় আরো চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর দুই ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে থাকা আরো দুটি অভিযোগের সুরাহা করা হয়েছে।
সোমবার চবি উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের জান্নাতুল ইসলাম রুবেল, একই সেশনের দর্শন বিভাগের মো. ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু এবং আরবি বিভাগের জুনায়েদ আহমেদ। বহিষ্কৃতরা শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিএফসি ও শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
সংবাদ সম্মেলনে অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, যৌন নিপীড়ন সেলে থাকা তিনটি অভিযোগের সুরাহা করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে কঠোরভাবে সতর্ক, ভবিষ্যতে একাডেমিক কনডাকশনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ ও শব্দ চয়নে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া এবং ভবিষ্যতে তার বিরুদ্ধে এমন অভিযোগ এলে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হতে হবে বলে লিখিতভাবে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অপর এক ঘটনায় এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় রসায়ন বিভাগের এক ছাত্রকে কঠোরভাবে সতর্ক, ভবিষ্যতে এমন ঘটনায় সর্বোচ্চ শাস্তি ও ৭ দিনের মধ্যে ভবিষ্যতে এমন কাজ না করার মর্মে মুচলেকা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ভুক্তভোগী ভুল তথ্য দেওয়ায় তদন্তে দেরি হয়েছে বলে জানান প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভুক্তভোগী ছাত্রী ঘটনাস্থল সম্পর্কে তথ্য দিয়েছিল। আমরা সময় এবং ঘটনাস্থলের মধ্যে কোনো যোগসূত্র পাচ্ছিলাম না। পরে ওই ছাত্রীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন- তিনি রাত ১০টায় মূলত ফজিলাতুন্নেছা মুজিব হলের দক্ষিণ পাশে পুকুরের বাম পাশের বাগানের সরু রাস্তার খোলা জায়গায় ছিল। সঙ্গে তার বন্ধুও ছিল। এত রাতে ওখানে কেন সেটার জন্য বকা দিতে পারি ভেবে তথ্য গোপন করেছিল।
এদিকে, ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
আইনিউজ/এসডি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩