নিজস্ব প্রতিবেদক
শাবিপ্রবিতে বুলবুল হত্যা
বাপ মরেছে ৮ মাস আগে, এখন ভাইটাও চলে গেলো!
নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদের লাশ সামনে নিয়ে একাধারে বিলাপ করে যাচ্ছেন শাবিপ্রবিতে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের বড় ভাই মো. জাকারিয়া। আহাজারি করে করে বারবার বলছিলেন, ‘আমার বাপ মরছে আট মাস আগে। এখন ভাই গেলো গা, আর কিছু বাকি নাই। আমরার দুটা বোন ইন্টার (উচ্চ মাধ্যমিক) পড়ছে। কিন্তু পরীক্ষা দিতে পারছে না। আমি এসএসসি পরীক্ষা দেইনি। আমার ভাইরে নিয়াই আমগো স্বপ্ন আছিল’।
গত সোমবার (২৫ জুলাই) রাতে ক্যাম্পাসেই ছুরিকাঘাতে হত্যা করা হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বুলবুলকে। পরের দিন মঙ্গলবার (২৬ জুলাই) ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে বুলবুলের লাশ তুলে দেওয়া হয়।
এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাজিকালুর টিলায় বুলবুল আহমেদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে অন্য শিক্ষার্থীরা শাবি প্রশাসনকে খবর দেন। পরে আহত অবস্থায় বুলবুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরের দিকে মরদেহ হস্তান্তরের সময় ভাইয়ের লাশ নিয়ে যেতে আসা বুলবুলের বড় ভাই কান্নায় ভেঙে পড়ছিলেন বারবার। ভাইয়ের মৃত্যুতে শোকে কেঁদে কেঁদেই আইনিউজকে বলেন, ‘আল্লায় আমাদের স্বপ্ন পূরণ করল না। আমার মায় তো পাগল হইয়া যাইব। বুলবুলের জন্য আমার বাপ সব করছে। ছোট বোনকে বিয়ে দিতে পারিনি। এলাকাবাসী বলতো বুলবুল এলাকার নাম করবে। সব স্বপ্ন শ্যাষ ভাই। আমরা মানুষের কী ক্ষতি করছি, যে আমার ভাইরে নিলো। আমার ভাইয়ের হত্যার বিচার চাই।’
বুলবুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার নন্দীপাড়া গ্রামে। দুই ভাই এবং দুই বোনের মধ্যে সবার ছোট বুলবুল। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত বুলবুল।
এদিকে বুলবুলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মঙ্গলবার (২৬ জুলাই) সারাদিন উত্তপ্ত ছিল শাবিপ্রবি ক্যাম্পাস। বুলবুল হত্যার বিচার, ক্যাম্পাসের নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে লোকপ্রশাসন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যায় বুলবুল হত্যাকাণ্ডের পরেই শুরু হয় বিক্ষোভ, মিছিল। রাত সাড়ে ১০টা থেকে বিক্ষোভ শুরু করে প্রক্টর অফিসের সামনে সমাবেশে জড়ো হন শিক্ষার্থীরা। তিন দফা দাবি পূরণে নির্ধারিত সময় বেধে দিয়ে রাত ২টায় সেখান থেকে ফেরেন তারা। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে জালালাবাদ থানায় হত্যা মামলা করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, বন্ধুদের নিয়ে টিলায় বেড়াতে গিয়ে দুষ্কৃতিকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে বুলবুল নিহত হন। বুকের বাম পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুল মারা যান।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন জনকে আটক
শাবিপ্রবি শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় সোমবার রাতে মামলা দায়ের করেছেন। বুলবুলের বুকের বামপাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে মামলায় বলা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তাদের সবাই বহিরাগত।
তদন্ত কমিটি গঠন
বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো আখতারুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া নিহত শিক্ষার্থীর পরিবারকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বলে জানান ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন।
তিনি বলেন, শিক্ষার্থীর দাফন-কাফন সম্পন্ন করার জন্য ১ লাখ টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়। এ ছাড়া শিক্ষার্থীর বাড়িতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষকরা যাচ্ছেন। তারা কথা বলে আসবেন কার কাছে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে। প্রাথমিক ৪-৫ লাখ টাকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। পরবর্তী আমরা আরো কীভাবে সহায়তা করতে পারি এটা নিয়ে আলোচনা করব।
- মৌলভীবাজারে হাত-পা বাঁধা লাশের পরিচয় পাওয়া গিয়েছে
- প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩