Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

চবি ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ১ আগস্ট ২০২২

ছাত্রলীগের আন্দোলন-অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জের ধরে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রলীগের একাংশ নেতাকর্মীরা। ক্যাম্পাসজুড়ে ক্ষোভ প্রকাশ করছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা দিয়েছে অচলাবস্থা।

রোববার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ চবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার পর থেকেই ক্যাম্পাসজুড়ে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যায়।

কমিটিতে স্থান না পাওয়ায় এবং সঠিক মূল্যায়ন না হওয়াসহ নানা অভিযোগ তুলে ক্যাম্পাসজুড়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন পদবঞ্চিতরা। রাত দুইটা থেকে ক্যাম্পাসের জিরো পয়েন্টের মূল ফটকে তালা দিয়ে আন্দোলন শুরু করেন তারা। আন্দোলনে ছাত্রলীগের বিজয় গ্রুপের অনুসারীদের সদ্য যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মো. ইলিয়াসের বিরুদ্ধে ‘ইয়াবা ব্যবসায়ী’ বলে স্লোগান দিতে দেখা যায়।  

আন্দোলনকারীদের অভিযোগ, ইলিয়াসের মদদেই তারা পদবঞ্চিত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা।  

এদিকে সোমবার সকাল থেকে আন্দোলনকারীদের বাধার মুখে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। বন্ধ রয়েছে ক্যাম্পাসে রিকশা ও সিএনজি চলাচলও। মূল ফটক বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে চবি।  

এ বিষয়ে পদবঞ্চিত চবি ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার বলেন, যে কমিটি ঘোষণা করা হয়ে তা ঠিক হয়নি। কমিটিতে অনেক বিবাহিত, অছাত্রদের পদ দেওয়া হয়েছে। সিনিয়র-জুনিয়র পদক্রমও মানা হয়নি। এসব অছাত্র-বিবাহিতদের বাদ দিতে হবে, প্রকৃত কর্মীদের মূল্যায়ন করতে হব।

সিনিয়র-জুনিয়র পদক্রম সঠিক করে পুনরায় কমিটি ঘোষণা করতে হবে। দাবি পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এছাড়াও আন্দোলনকারী চবি শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। এ সময় সাহিল কবির নামে এক ছাত্রলীগ নেতাকে মারধরও করেন তারা।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। একই সময় বিজয় গ্রুপের নেতা ইলিয়াসের কক্ষ ভাঙচুর করেন পদবঞ্চিতরা।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠনের দাবিতে আন্দোলন করছেন ছাত্রলীগের একাংশ নেতাকর্মীরা।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন | Tea Stall | Old Woman | Moulvibazar | Eye News

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়