রাকিবুল ইসলাম রিয়াদ,জবি প্রতিনিধি
জবিতে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় এডমিশন হেল্প ডেস্ক
এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর 'খ' ইউনিটের ভর্তিপরীক্ষায় ভর্তিচ্ছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিজিক্যালি-চেলেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর পক্ষ থেকে 'এডমিশন হেল্প ডেস্ক' স্থাপন করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায় পিডিএফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ পরীক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনা দিয়ে সাহায্য করার পাশাপাশি বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন সরবরাহ করে এবং বিনামূল্যে বই, মোবাইল, ব্যাগ ইত্যাদি জমা রাখার ব্যবস্থা করে।
রাকিব হাসান ও মোহাম্মদ জিহাদের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে নিলয় কর্মকার, তানজিলা আক্তার, ইসরাত জাহান,জাহিদুল ইসলাম, আলরাফি হোসেন, নিসরাত জাহান লিজা সহ অন্যান্য সেচ্ছাসেবকবৃন্দ নিরলস ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেন।
তাদের এই উদ্যোগকে স্বাগতম জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় পিডিএফ ইয়ুথ-নেট এর ডেপুটি টিম লিড মিসবাহুল আলম ও পিডিএফ এর সাবেক প্রেসিডেন্ট পার্থ রায় পিডিএফ এর হেল্পডেস্ক পরিদর্শন করেন এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সকল ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় পাশে থাকার জন্যে সকল স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০ এর অধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অধ্যায়ন, বিভিন্ন বৃত্তির ব্যবস্থাকরণ, আবাসন নিশ্চিতকরণ, সফট স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
আইনিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩