রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে জবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
![ছবি- প্রতিনিধি ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/জগন্নাথ-বিশ্ববদ্যালয়-ঢকা-প্রেসক্লাব-প্রতিষ্ঠাবার্ষিকী-eyenews-2210231730.jpg)
ছবি- প্রতিনিধি
প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতা এই মূলমন্ত্র নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) সফলতার ৯ম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
রোববার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এবং কোষাধক্ষ্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এসময় উপচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বলিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশজুড়ে ইতিবাচকভাবে তুলে ধরছেন। সামনে সংগঠনটির হাত ধরে দৃঢ় ও অনুসন্ধানী সাংবাদিকতা আরো বাড়বে বলে আশা করছি।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম লুৎফুর রহমান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক, বর্তমান সভাপতি মোস্তাকিম ফারুকি, সাধারণ সম্পাদক আরমান হাসান, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সকলেই জবি প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার অনুরোধ করেন।
পরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু করে কলা ভবন, সামাজিক বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে এসে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শুভ শুভ, শুভদিন জবি প্রেসক্লাবের জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। র্যালি শেষে উৎসব মুখর পরিবেশে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। এরপর সকলের মধ্য কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩