আইনিউজ প্রতিবেদক
‘শিক্ষক দিবস- ২০২২’ | Eye News
শিক্ষক দিবসে সকল শিক্ষদের প্রতি শুভেচ্ছা
বাংলাদেশে প্রথমবারের মতো সারাদেশে একযোগে সরকারিভাবে শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত মতে প্রতিবছরের ২৭ অক্টোবর জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষ্যে ইতিমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা, বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি আয়োজনের নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
গত সোমবার (২৪ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী এ নির্দেশনা দেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে- কেন্দ্রীয় পর্যায়ে ‘শিক্ষক দিবস- ২০২২’ আগামী ২৭ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য র্যালি ও আলোচনা সভায় অংশ নিতে প্রতিটি সরকারি ও বেসরকারি কলেজ, সরকারি মাধ্যমিক ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতিষ্ঠান প্রধানসহ ১০ জন করে শিক্ষক সকাল ৮টায় ভেন্যুতে উপস্থিত থেকে র্যালি কিট ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষক দিবসের অনুষ্ঠান সফল করতে অন্য একটি আদেশে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ২০ জন করে রোভার্স স্কাউট/গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যকে ওইদিন সকাল সাড়ে ৭টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
‘শিক্ষক দিবস- ২০২২’ সফল করতে মাউশির ১৮টি নির্দেশনা—
- শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও তাদের আওতাধীন জেলা উপজেলা পর্যায়ের সব অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম অব্যাহত রেখে আগামী ২৭ অক্টোবর শিক্ষক দিবস উদযাপনের কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম নেবেন।
- শিক্ষক দিবস-২০২২ উদযাপন আয়োজনটি সর্বাঙ্গীনভাবে সফল করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। আয়োজনটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের করতে প্রয়োজনে আরও একাধিক সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৯টি আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ও উপ-পরিচালক (মাধ্যমিক) সংশ্লিষ্ট অধ্যক্ষ, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির সঙ্গে আলোচনা করে অঞ্চলসমূহের শিক্ষক দিবস ২০২২ উদযাপন অনুষ্ঠান সার্বিকভাবে সমন্বয় ও তদারকি করবেন।
- জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে হবে।
- মহানগরে অবস্থিত থানাসমূহ মহানগরের আয়োজনে অংশ নেবে এবং মহানগরের বাইরে অবস্থিত উপজেলাসমূহ উপজেলা পর্যায়ের অনুষ্ঠান উদযাপন করবে।
- সব স্তরের শিক্ষকদের অন্তর্ভুক্ত করে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) কেন্দ্রীয় অনুষ্ঠানের আদলে বর্ণাঢ্য র্যালির আয়োজন করতে হবে। কেন্দ্র থেকে সরবরাহকৃত (ব্র্যাকের সহযোগিতায়) নির্ধারিত ডিজাইনের ব্যানারে জেলা ও উপজেলার নাম সংযোজন নিশ্চিত করতে হবে। ব্যানারের ডিজাইন অপরিবর্তিত রেখে আকার পরিবর্তন করা যেতে পারে।
- বিভিন্ন পর্যায়ে যে শিক্ষকরা শ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন, তাদেরকে সম্মান প্রদর্শনপূর্বক র্যালির প্রথম সারিতে রাখা যেতে পারে এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও সম্মাননা (উপহার, ক্রেস্ট ও সার্টিফিকেট) দিতে পারে।
- র্যালি বর্ণাঢ্য করার জন্য কেন্দ্র থেকে সরবরাহকৃত ডিজাইনের ভিত্তিতে প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড তৈরি করতে পারে।
- র্যালি সুশৃঙ্খল করার জন্য স্কাউট, বিএনসিসি ও গার্ল গাইডসের সহায়তা নেওয়া যেতে পারে।
- প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে র্যালির পর জেলা ও উপজেলা পর্যায়ে ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু’ শিরোনামে আলোচনা সভার আয়োজন করা যেতে পারে।
- র্যালি আয়োজন ও অন্যান্য কর্মসূচি উদযাপন এর ক্ষেত্রে ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের সম্পৃক্ত করা যেতে পারে।
- শিক্ষক দিবস উপলক্ষে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বা সুবিধাজনক স্থানে তিনটি (একটি ফলদ, একটি বনজ ও একটি ভেষজ ) গাছের চারা রোপণ করতে হবে।
- দিবসটি উদযাপন উপলক্ষে রেড ক্রিসেন্ট, সন্ধানী ও বাঁধন- এ সব সংস্থার মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করা যেতে পারে।
- র্যালি বর্ণাঢ্য করার জন্য দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ব্যান্ড, সংগীত, নাটিকা উপস্থাপন করা যেতে পারে।
- র্যালি ও আলোচনা সভার স্থির চিত্র ও ভিডিও সংরক্ষণ করতে হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে হবে।
- জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি এবং এতদসংশ্লিষ্ট কার্যক্রম স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে।
- জেলা ও উপজেলা পর্যায়ের সব আয়োজনে স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো যেতে পারে।
- এ আয়োজনে সরকারি কোনো বরাদ্দ নেই। নিজস্ব উদ্যোগে এ আয়োজন সম্পন্ন করতে হবে। শিক্ষক দিবস ২০২২ উদযাপনের জন্য শিক্ষকদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া যাবে না। তবে কোনো শিক্ষানুরাগী ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বেচ্ছায় সহযোগিতা করতে চাইলে তা নেওয়া যেতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষক দিবস
শিক্ষক দিবস এমন এক দিন যেদিন শিক্ষকদেরকে তাদের নিজস্ব কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। ভিন্ন ভিন্ন দিনে উদযাপিত হলেও অক্টোবর ৫ তারিখ ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব শিক্ষক দিবস।
বিংশ শতাব্দীর শুরু থেকেই বিভিন্ন দেশে শিক্ষা দিবস পালনের উদ্যোগ নেয়া হতে থাকে। অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি দেশে কোনো বিখ্যাত শিক্ষক কিংবা উল্লেখযোগ্য মাইলফলক অর্জনকে উপলক্ষ করে এই দিবস পালন করা হয়। যেমন– ১১ সেপ্টেম্বর ডোমিনো ফসটিনো সার্মেন্তোর মৃত্যু দিবসে আর্জেন্টিনা শিক্ষক দিবস পালন করে।
যদিও ভারত প্রথাগতভাবে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় (জুন–জুলাই) মাসের পূর্ণিমায় গুরু পূর্ণিমা (আধ্যাত্মিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষকদের মঙ্গল কামনায় নিবেদিত) পালন করে, ১৯৬২ সাল থেকে সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিনেও (৫ সেপ্টেম্বর) দেশটিতে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
অন্যান্য আন্তর্জাতিক দিবসগুলোর মতো একই সাথে সারা বিশ্বে পালিত না হয়ে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে শিক্ষক দিবস পালিত হওয়ার এটি একটি মুখ্য কারণ। আফগান্তিস্তানের মতো দেশেও পালিত হয় শিক্ষক দিবস। দেশটিতে এই দিনে স্কুল বন্ধ থাকেনা। ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে এ দিবস পালন করে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩