খালেদুল হক, কুবি প্রতিনিধি
কুবিতে বিএনসিসি ব্যাটালিয়ান ক্যাম্প সমাপ্ত
সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা। ছবি- প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ময়নামতি রেজিমেন্টের আয়োজনে চার দিনব্যাপী ব্যাটালিয়ান ক্যাম্পিং-২০২২ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) রাত ৮ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই ক্যাম্পিং এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল ইসলাম (পিএসসি), রেজিমেন্ট এডজুট্যান্ট মেজর মো।। গোলাম ছরওয়ার (বিএনসিসি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. শামিমুল ইসলাম, মহিলা প্লাটুন কমান্ডার ড. মোছা. শামসুন্নাহার, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও বিভিন্ন হল প্রাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন বলেন, এই ব্যাটালিয়ান ক্যাম্পের পিছনে ক্যাডেটদের রয়েছে পরিশ্রম, ত্যাগী ও সহযোগিতা। আমি বিশ্বাস করি এই ক্যাম্পের মাধ্যমে ক্যাডেটরা দক্ষ ও যোগ্য হিসাবে গড়ে তুলে দেশের জন্য কাজ করবে এবং তাদের মাঝে নেতৃত্ব গুণাবলি বৃদ্ধি পাবে। যারা অংশগ্রহণ করেছে তাদের বলতে চাই, তোমরা বিএনসিসি ও দেশকে ধারণ করবে। তোমাদেরকে আরও উৎসাহ দিতে চাই, তোমরা বিএনসিসি সাথে সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করবে।
ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কামরুল ইসলাম (পিএসসি) বলেন, গত চারটা দিন ময়নামতি রেজিমেন্টের অধীনে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মাঠে ক্যাম্প করেছি। আমরা সর্বতোভাবে চেষ্টা করি ক্যাডেটদেরকে সৎ এবং যোগ্য হিসাবে গড়ে তুলার জন্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, ক্যাডেটবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশিক্ষকগণ।
উল্লেখ্য, এই ব্যাটালিয়ন ক্যাম্পে ১৮ টি প্রতিষ্ঠান থেকে ১৬৫ জন পুরুষ ও মহিলা ক্যাডেট প্রশিক্ষণ নিয়েছে।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩