শাবি প্রতিনিধি
‘নামাজের সময় হঠাৎ চোখে পড়ে শাবিপ্রবির টিলায় আগুনের ধোঁয়া’
শাবিপ্রবির মুজতবা আলী হলের পার্শ্ববর্তী টিলায় আগুন। ছবি : আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সৈয়দ মুজতবা আলী হলের পার্শ্ববর্তী এলাকায় টিলায় অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে ২-৩ একর জায়গাত গাছপালা, উদ্ভিদ পুড়ে গেছে।
নামাজের সময় হঠাৎ করে টিলায় আগুনের ধোঁয়া উড়তে দেখি আমরা। বিষয়টি নিরাপত্তা সুপারভাইজারকে জানায়। তবে আগুনের সুত্রপাত নিয়ে এ নিরাপত্তাকর্মী কিছুই বলতে পারেন নি।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর একটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী তানজির আহমদ।
তিনি বলেন, নামাজের সময় হঠাৎ করে টিলায় আগুনের ধোঁয়া উড়তে দেখি আমরা। বিষয়টি নিরাপত্তা সুপারভাইজারকে জানায়। তবে আগুনের সুত্রপাত নিয়ে এ নিরাপত্তাকর্মী কিছুই বলতে পারেন নি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমাদের টিম স্পটে গিয়ে দেখে আগুন নিভে গেছে। তেমন ক্ষয়ক্ষতি হয় নি। কিছু এলাকা পুড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, টিলাগুলো দুর্গম এলাকা। মানুষের যাতায়াতও কম। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায় নি, আমিও বিষয়টি শুনেছি। ঘটনার সময় নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। তবে ফায়ার সার্ভিসে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছোট খাটো টিলা বেষ্টিত। এমনকি কিছু এলাকায় তেমন মানুষের আনাগোনা নেই। তবে এসময় এলাকায় অনেক ঘুরতে যায়। তাছাড়া প্রায়ই এসব টিলায় ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জীববৈচিত্র্য ও গাছপালায় বেশ ক্ষয় ক্ষতি হয়। এমনকি এসব টিলায় সিলেট বন বিভাগের ১৮ হাজার গাছ লাগানো রয়েছে।
এইচকে/সাগরহোসেনশুভ্র/আইনিউজ
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩