শাবিপ্রবি প্রতিনিধি
অষ্টম মেধাতালিকার পরও শিক্ষার্থী পাচ্ছে না শাবি, খালি ১০৮ আসন
শাবিপ্রবির প্রবেশ গেট। ছবি- আই নিউজ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের অষ্টম মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রমের পরও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ১০৮টি আসন খালি রয়েছে।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুরে আই নিউজের প্রতিবেদককে বিষয়টি জানিয়েছেন, শাবিপ্রবির ভর্তি কমিটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর অধ্যাপক মো. মাসুম।
তিনি জানান, অষ্টম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম গত ২০ তারিখে শেষ হয়েছে। নবম মেধাতালিকা প্রকাশ হয়েছে। এখনো বিভিন্ন বিভাগে অধীনে এ' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১০২টি, বি' ইউনিটে (মানবিক বিভাগে) ২টি ও সি ইউনিটে (বাণিজ্য বিভাগে) ৪টি আসন খালি রয়েছে।
আগামী ২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চুড়ান্ত ভর্তি কার্যক্রম ঘোষণা করেছে শাবি।
এ বিষয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ২৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ এর ১২১ নম্বর কক্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা, একাডেমিক মূল কাগজপত্র ও প্রাথমিক ভর্তির স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে।
এদিকে গত বছরও ভর্তি ফি ৮১০০ টাকা থাকলেও এবছর প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার ও চুড়ান্ত ভর্তি ফি ১০ হাজারসহ সর্বমোট ১৫হাজার টাকার নির্ধারণ করা হয়েছে।
এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ পরিমাণ ফি বৃদ্ধি নিয়ে ড. রাশেদ তালুকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর এ ফি নির্ধারণ করা হয়েছে। এখানে ভর্তি কমিটির হাত নেই।
আই নিউজ/এইচএ
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩