খালেদুল হক, কুবি প্রতিনিধিঃ
আপডেট: ১৯:২৮, ২৬ জানুয়ারি ২০২৩
আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে কুবি
চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) হকি টিম ঢাকা বিশ্ববিদ্যালয় হকি টিমকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খবর নিয়ে জানা যায়, প্রথম এক ঘন্টা খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় হকি টিমের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিমের ০-০ গোলে ড্র হয় । পরে খেলা ট্রাইবেকার পর্যন্ত গড়িয়ে যায়। ট্রাইবেকারে ৩-২ গোলে ঢাবি হকি টিমকে হারিয়ে জয় পায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিম।
এ বিষয়ে অনুভূতি ব্যক্ত করে কুবি হকি টিমের অধিনায়ক মো. এরশাদ হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ আজকে ঢাবিকে হারিয়ে আমরা ফাইনাল নিশ্চিত করেছি। আমরা বিগত পাচঁ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয় হকি টিম আন্তঃবিশ্ববিদ্যালয় হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছি। কুবি হকি টিম অন্যান্য বারের তুলনায় এইবার খুবই আশাবাদী। আমরা আশা করি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে কুবি পরিবারের মুখ উজ্জ্বল করবো।
কুবি হকি টিমের খেলোয়াড় ওয়াকিল আহমেদ বলেন, আজকে আমাদের টিম কম্বিনেশন খুবই ভাল ছিল। প্রত্যেকটা খেলোয়াড় আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। আশা করি, ফাইনালে আজকের মত চেষ্টা করলে চ্যাম্পিয়ন হবো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন উচ্ছ্বসিত হয়ে বলেন, আমি খুবই আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার একটিভিটিতে এগিয়ে যাচ্ছে। ক্রিড়া অঙ্গনে ইতোমধ্যে আমরা বরাদ্দ বাড়িয়েছি। হকিতে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। আমি আশা করবো আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়েও বিভিন্ন অর্জন নিয়ে আসবে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩