শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবিতে ফের জুনিয়রকে পেটালো বহিষ্কৃত ২ ছাত্রলীগ কর্মী
নির্যাতনের শিকার জুনিওর শিক্ষার্থী। ছবি- আই নিউজ
চায়ের দোকানে চেয়ারে পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে জুনিয়র এক ছাত্রলীগকর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে।
আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মুল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিশাদ ঠাকুর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ রানা এবং বাংলা বিভাগের শিক্ষার্থী ইউসুফ আহমেদ টিটু।
জানা যায়, এদের মধ্যে রিশাদ ঠাকুর ও ইফতেখার আহমদ রানা উভয়েই ২০১৯ বাংলা বিভাগের ছাত্রলীগ নেতা রাজীব সরকারকে কুপিয়ে জখমের ঘটনায় এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। তারা উভয়েই ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়ার অনুসারী।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় চায়ের দোকানে চেয়ারে পায়ের উপর পা তুলে বসাকে কেন্দ্র করে শাখা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান গ্রুপের ছাত্রলীগ কর্মী ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী আব্দুর রব নাঈমের সাথে রিশাদ ঠাকুরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুইজনের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এ ঘটনার রেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত গড়ায়। পরে বেলা সাড়ে ১১টায় হলের সামনে রিশাদ ঠাকুর, ইফতেখার আহমদ রানা ও ইউসুফ আহমেদ টিটুর নেতৃত্বে সুমন মিয়ার অনুসারী গ্রুপের অন্যরা আব্দুর রব নাঈমের মাথায় স্টাম্প দিয়ে আঘাত করলে তার মাথা ফেঁটে যায়।
পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত শিক্ষার্থী আব্দুর রব নাঈমের সাথে যোগাযোগ করলে তিনি ‘স্ট্যাবল হয়ে’ এ বিষয়ে কথা বলবেন বলে জানান।
রিশাদ ঠাকুর গণমাধ্যমকে বলেন, সকালে একটা ছোট বিষয় নিয়ে এক জুনিয়রের সাথে ভুল বুঝাবুঝি হয়, তখন সে সিনিয়রের সাথে বেয়াদবি করে। পরে বিষয়টি আমার গ্রুপের জুনিয়ররা জানার পর সমাধানের জন্য বসলে তখন সে আবারও বেয়াদবি করে। তখন একটু হাতাহাতি হয়। পরে বিষয়টি দুই গ্রুপের সিনিয়র ও প্রভোস্টরা বসে সমাধান করে দেয়।
আই নিউজ/এইচএ
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩