শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৫:৫৮, ২৭ জানুয়ারি ২০২৩
শাবির সোনালি ব্যাংকে চুরি করতে এসে যুবক আটক
পুলিশের সাথে আটক জালাল আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সোনালী ব্যাংক শাখায় চুরি করতে এসে ধরা পড়েছেন জালাল আহমেদ নামের এক যুবক।
শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে ব্যাংকের ম্যানেজার মো. দিলশাদ আলী আই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জালাল আহমেদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডলিয়া নামক গ্রামের বাসিন্দা।
তিনি বলেন, রাতে চুরি করতে এসে ব্যাংকের ভিতরে আনসার সদস্যদের হাতে এক যুবক ধরা পড়েছে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
ব্যাংকের ভিতরে থাকা আনসার সদস্য নজরুল ইসলামে আই নিউজকে বলেন, রাত ৪টার দিকে হঠাৎ জোরে আওয়াজ আসে আমাদের কানে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভিতরে ছিলাম। দ্রুত ওইদিকে যাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভিতর দিক থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দেই। পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি।
আটক জালাল আহম্মদ স্বিকারোক্তিতে জানান, এক সপ্তাহ ধরে তারা কয়েকজন মিলে ব্যাংক চুরির পরিকল্পনা করছে। তাদের প্রথম বৈঠক হয় সিলেট রেলস্টেশনে। এরপর বিভিন্ন দিন ক্যাম্পাসে এসে ব্যাংকের আশপাশ ঘুরে গ্রিল কেটে প্রবেশ করবে বলে পরিকল্পনা করে।
তিনি আরও জানান, চুরি করতে তার সঙ্গে আরও চারজন ছিল। ব্যাংকের পিছন দিকে গ্রিল কেটে তিনি প্রথমে ভিতরে ঢুকে। পরে আনসার সদস্যদের উপস্থিতি টের পাওয়ায় বাকিরা পালিয়ে যায়। আর তিনি বাথরুমের ভিতর ঢুকে পড়ে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আইনিউজকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিব।
আইনিউজ/এসএস/শাবিপ্রবি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩