Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ২৭ জানুয়ারি ২০২৩
আপডেট: ২০:১৭, ২৭ জানুয়ারি ২০২৩

শাবিতে তিনদিনব্যাপী সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ‘টেকনোভেন্ট ২০২৩’ শুরু

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করছেন অতিথিরা

কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করছেন অতিথিরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র সফটওয়ার ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে ‘ অরভিটেক্স সাস্ট এসডব্লিউই টেকনোভেন্ট ২০২৩’ শীর্ষক তিনদিনব্যাপী প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার ( ২৭ জানুয়ারি) সকাল ১০টায় ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে স্মার্টে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি সে লক্ষ্য পূরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই তথ্য প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দেশে প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ছে, এর অন্যতম একটি কারণ আইসিটির প্রভাব। এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতে এমন উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সব সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সোসাইটির পাশে থাকবে।

অনুষ্ঠানে সফটওয়ার ইন্জিনিয়ারিং সোসাইটির সভাপতি ও আইআইসিটির ডিরেক্টর ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী। আরও উপস্থিত ছিলেন আইআইসিটি সহকারী অধ্যাপক সায়মা সুলতানা চৌধুরী, সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব, প্রভাষক মোহাম্মদ রায়হান উল্লাহ, প্রভাষক পার্থপ্রতীম পালসহ বিভাগের শিক্ষার্থী ও প্রতিযোগীরা।

এর আগে প্রতিযোগিতার ১ম দিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি)  সন্ধ্যায় ৩৬ ঘণ্টার ‘ব্রেইন স্টেশন-২৩ হ্যাকাথন’শুরু হয়। যা চলবে শনিবার পর্যন্ত। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫টি টিম অংশ নেয়। এছাড়া শুক্রবার সকালে ৮ ঘন্টাব্যাপী ‘ক্যাপচার দ্যা ফ্ল্যাগ’শীর্ষক সাইবার সিকিউরিটি বিষয়ক প্রতিযোগিতা শুরু হয়।

অন্যদিকে, প্রতিযোগিতার শনিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘সেফ্যালো সাস্ট ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট। এই ইভেন্টে ৫ ঘণ্টাব্যাপী প্রতিযোগীদের সমস্যা সমাধানের মধ্য দিয়ে প্রোগ্রামিং দক্ষতা যাচাই করা হবে। সোখানে ১২০টি দল অন সাইট কনটেস্ট করবে। তাদের জন্য পুরষ্কারস্বরূপ রয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সমাপনী অনুষ্ঠানে তিনটি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে। 

আইনিউজ/এসএস

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়