শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নতুন সভাপতি মোর্শেদ, সম্পাদক সায়েম
শাবিপ্রবি কর্মকর্তা সমিতির নির্বাচিত সভাপতি ও সম্পাদক। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল থেকে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মোর্শেদ আহমদ।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সালাউদ্দিন।
নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে সহ-সভাপতি পদে উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সহকারী প্রোগ্রামার শরফ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ-রেজিস্ট্রার মো. আ ফ ম মিফতাউল, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান (পারভেজ), সিইপি বিভাগের সহকারী রেজিস্ট্রার (স্টোর) আবুল বাশার মো. এনায়েত হোসেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল, আইটি ম্যানেজার এ এস এম খয়রুল আখতার চৌধুরী পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে ৩টি প্যানেল থেকে ৬টি পদে ১১টি আসনের বিপরীতে মোট ২৬জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। এদিন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭৩ ভোটারের মধ্যে ২৬৯টি ভোট কাস্ট হয়েছে। এতে ১১টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে ৭টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ কর্মকর্তা পরিষদ প্যানেল থেকে ৪টি পদে প্রার্থীরা জয় পেয়েছে।
তবে এবারের নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে গুরুত্বপূর্ণ পদগুলোতে পাশ করতে না পারার অন্যতম কারণ হিসেবে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা।
আই নিউজ/এইচএ
নিচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩