তানভীর আরহাম
আপডেট: ১৯:৪৮, ২০ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা ঢাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ভর্তি প্রস্তুতি শুরু করেছে। শিক্ষার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা উচিত। এদের মধ্যে অনেকেরই অজানা রয়েছে ঢাবি ভর্তি পরীক্ষার যোগ্যতা কি এবং আবেদনের সময়সীমা। আমাদের আজকের আর্টিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যগুলো সম্পর্কে তুলে ধরব।
আপনি যদি এবারের পরীক্ষার্থী হন তাহলে অবশ্যই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন। আজকের আর্টিকেলে আমরা যা যা জানবো-
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা
ঢাবি ভর্তি পরীক্ষার নিয়ম কানুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা
সবাই চায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে। কিন্তু বাংলাদেশে শিক্ষার্থীদের তুলনায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় অনেক কম। সবাইকে পড়ার সুযোগ দেওয়া সম্ভব নয়। তাই নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তারপর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। এখানে প্রতিবছর প্রচুর প্রতিযোগিতা হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে যোগ্যতা তুলে ধরা হলো:
বিজ্ঞান বিভাগের জন্য: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় মোট ৮.০০ পয়েন্ট থাকতে হবে। মোট ৮ পয়েন্ট চতুর্থ বিষয়সহ হলেও হবে। তবে কোনো পরীক্ষায় ন্যূনতম ৩.৫ পয়েন্টের কম থাকা যাবে না।
ব্যবসা এবং মানবিক বিভাগের জন্য: এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার মোট ফলাফল ৭.৫ থাকতে হবে সর্বনিম্ন। আলাদাভাবে কোন পরীক্ষায় ৩.০০ এর নিচে থাকা যাবে না।
চারুকলা অনুষদভুক্ত ইউনিটের জন্য: এই ইউনিটে ভর্তি হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল কমপক্ষে ৬.৫ পয়েন্ট থাকতে হবে। এ পয়েন্ট চতুর্থ বিষয়সহ হলেও শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে।
উপরের ফলাফলের ভিত্তিতে যারা যোগ্যতা সম্পন্ন, তারাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এরপর উত্তীর্ণ পরীক্ষার্থীবৃন্দ ভর্তি হওয়ার সুযোগ পাবে। দেশের যেকোনো বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। যেমন: সকল বিভাগের বোর্ড, মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড ইত্যাদি।
ঢাবি ভর্তির আবেদনের সময়সীমা এবং পরীক্ষার সময় সব কিছুরই যেমন নির্দিষ্ট সময় রয়েছে , ঠিক তেমনি আবেদনের সময় রয়েছে। ঢাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নোটিশ অনুসারে আবেদন শুরুর তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ। অন্যদিকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২০ মার্চ ২০২৩। তাই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের ভেতরে আবেদন করে নিবেন। কেননা এখানে নির্দিষ্ট সময়ের পর আর আবেদনের কোন সুযোগ থাকে না।
এই ভর্তি আবেদন পদ্ধতি অনলাইন ভিত্তিক। নিজে নিজে কিংবা যেকোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে দিতে পারবেন। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ এপ্রিল ২০২৩ থেকে ১৩ মে ২০২৩ পর্যন্ত।
ইউনিট অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
- কলা, আইন ও সামাজিক ৬মে, ২০২৩ শনিবার সকাল ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত।
- বিজ্ঞান ইউনিট ১২ই মে, ২০২৩ শুক্রবার সকাল ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত।
- ব্যবসায় শিক্ষা ইউনিট ১৩ই মে, ২০১৩ শনিবার সকাল ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত।
- চারুকলা ইউনিট ২৪ এপ্রিল, ২০২৩ শনিবার সকাল ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটি ইউনিটে আলাদা আলাদা ভাবে। উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষা আমরা আন্তর্জাতিকভাবে মিল রেখে করেছি।
ঢাবির ভর্তি পরীক্ষার নিয়ম কানুন উপরের অংশে আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে ভাগ হয়ে হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ এবং পরবর্তীতে লিখিত আকারে। ইউনিট অনুসারে নম্বর, সময় ভিন্ন।
নিচে ইউনিট অনুসারে পরীক্ষার মানবন্টন ও সময় তুলে ধরা হলো-
- বিজ্ঞান ইউনিটে এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট।
- কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে এমসিকিউ ৬০ নম্বরের জন্য ৪৫ মিনিট লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট।
- ব্যবসায় শিক্ষা ইউনিটে এমসিকিউ ৬০ এর জন্য ৪৫ মিনিট লিখিত ৪০ নম্বরের জন্য ৪৫ মিনিট।
- চারুকলা ইউনিটে লিখিত ৪০ সাধারণ জ্ঞানের জন্য ৩০ মিনিট অংকন ৬০ নম্বরের জন্য ৬০ মিনিট।
এসএসসি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল
এসএসসি এবং এইচএসসি থেকে ২০ নম্বর যোগ হবে ভর্তি পরীক্ষার ফলাফলের সাথে। এক্ষেত্রে যারা উভয় পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের জন্য সুবিধা। কম নম্বর প্রাপ্তদের কম্পিটিশন বেশি করতে হবে। সুতরাং এখন থেকেই ভর্তি প্রিপারেশন আরো বাড়িয়ে দিন।
কেন্দ্রে প্রবেশের নিয়ম
পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মূল সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট আগে উপস্থিত হতে হবে। অবশ্যই সঙ্গে প্রবেশপত্র নেওয়া লাগবে। কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, ইত্যাদি নেওয়া যাবে না।
আই নিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩