শাবি প্রতিনিধি
আপডেট: ১৯:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
শাবিপ্রবির ইংরেজি বিভাগের আন্তর্জাতিক সম্মেলন শুরু
শাবিপ্রবির ইংরেজি বিভাগের আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে ‘রিফুজি, রেসিসটেন্স এন্ড রিকগনিশন: গ্লোবাল লিটারেরি রিপ্রেজেন্টেশনস ইন (পোস্ট) পোস্ট-কলোনিয়াল পারস্পেক্টিভ’শীর্ষক ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী এ সম্মেলন চলবে।
শুক্রবার (২৪ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব শুরু হয়।
সম্মেলনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাহেলি পারভিন দিপার সঞ্চালনায় ও ইংরেজি বিভাগের প্রধান ও সম্মেলনের আহব্বায়ক অধ্যাপক হোসাইন আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানি মিলিটারির অত্যাচারে বাংলাদেশের প্রায় ১ কোটি মানুষ ভারতে শরণার্থী হিসেবে অবস্থান নিয়েছিল সেই সময় মানুষের স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র সবকিছুতে মানবিক বিপর্যয় ঘটেছিল। তবে ভারত মানবিকতার পরিচয় দিয়ে আমাদের আশ্রয় দিয়েছে।
বর্তমানে বাংলাদেশ সে সঙ্কট অনুভব করছে। মায়ানমারের ১০ লাখের বেশি রোহিঙ্গা নিজের দেশে মিলিটারির অত্যাচারের শিকার হয়ে শরণার্থী হিসেবে আমাদের দেশে অবস্থান নিয়েছে। তবে রোহিঙ্গারা সেই আশ্রয়ের সুবিধা নিয়ে বাংলাদেশি নাগরিকত্ব, পাসপোর্টসহ বিভিন্ন সুবিধা নিয়ে অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। যেটি আমাদের দেশের জন্য মঙ্গলজনক নয়।
উপাচার্য আরো বলেন, বর্তমানে সিরিয়া, আফগানিস্থানসহ বিশ্বব্যাপী শরণার্থীদের যে সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে সরকার, এনজিও, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি তাদের জন্য একটা কার্যকরী পলিসি নিয়ে তা বাস্থবায়ন করা দরকার।
সম্মেলনে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিলারা রহমান।
কী-নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখেন,কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড হিউমেনিটিস অনুষদের সহযোগী ডিন (রিসার্চ) ইংলিশ অ্যান্ড রাইটিং স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নন্দি ভাটিয়া এবং ব্রিটিশ কলম্বিয়া কানাডার ইউনিভার্সিটি অব দা ফ্রেশার ভ্যালির অধ্যাপক ড. প্রাবযোত ফারমার। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সদস্য সচিব ও ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ইসরাত ইবনে ইসমাইল।
প্রসঙ্গত, আন্তর্জাতিক এ গবেষণা সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ ৯টি দেশের ১০৭ জন গবেষক মোট ৯৫টি গবেষণাপত্র উপস্থাপন করবেন। এতে মোট ৪টি কি-নোট স্পিচ এবং ৪টি প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারী
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩