ইমরান আল মামুন
আপডেট: ২২:১৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশ গড়ার কারিগরদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ারগণ। দক্ষ এবং স্বনামধন্য ইঞ্জিনিয়াররা বেশিরভাগ গড়ে ওঠে বুয়েট প্রতিষ্ঠান থেকে। যাদের ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাদের স্বপ্ন বুয়েটে পড়া। আমাদের এই আর্টিকেলে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এবং বুয়েটে ভর্তির নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিভাবে বুয়েট ভর্তি প্রিপারেশন শুরু করবেন সে বিষয়গুলো তুলে ধরা হলো। তাই আজকের আর্টিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের আর্টিকেলে আমরা যা যা জানব
- বুয়েটে ভর্তি হওয়ার যোগ্যতা
- বুয়েট ভর্তির আবেদনের সময়সীমা
- বুয়েট ভর্তি এবং পরীক্ষা নিয়ম
- প্রথম থেকে বুয়েট ভর্তির প্রিপারেশন
প্রথমে আমরা একটু বুয়েট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য জেনে নেই। বুয়েট হচ্ছে একটি সংক্ষিপ্ত ইংরেজি নাম। এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। বাংলায় যার নাম হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে যতগুলা সরকারি বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে এর অবস্থান শীর্ষে। প্রত্যেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা। কিন্তু নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাই কেবলমাত্র ভর্তি হওয়ার সুযোগ পায়। চলুন তাহলে নিচ থেকে জেনে নেই বুয়েট ভর্তি পরীক্ষা ২০২৩ যোগ্যতা সম্পর্কে।
বুয়েট ভর্তি হওয়ার যোগ্যতা
৮ ফেব্রুয়ারি ২০২৩ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এর পরপরই বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। উক্ত নোটিশে আবেদনের নিয়মাবলীসহ ভর্তি যোগ্যতা প্রকাশ করা হয়েছে। বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা নিম্নে দেওয়া হল:
এসএসসি পরীক্ষা: ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ শিক্ষার্থী অবশ্যই বিজ্ঞান বিভাগের অধ্যায়নরত থাকতে হবে। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৪.৫০ লাগবে। আবশ্যিক বিষয় হিসেবে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে।
এইচএসসি পরীক্ষা- যেসকল শিক্ষার্থীরা কেবল ২০২২ সালে উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের সুযোগ পাচ্ছে। একই সঙ্গে তাদের আরো বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতর গণিত থাকতে হবে। জিপিএ ৫ এর মধ্যে সর্বনিম্ন জিপিএ ৫ থাকতে হবে। রসায়ন, পদার্থ, গণিত এ ৩ তিনটি বিষয়ে মোট ৩০০ নম্বরের মধ্যে সর্বনিম্ন ২৭০ থাকতে হবে। এ সকল যোগ্যতার সম্পন্ন শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছে।
মোট আবেদনের থেকে মেধা ক্রমানুসারে ২৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
বুয়েট ভর্তি আবেদনের সময়সীমা এবং আবেদন পদ্ধতি
বুয়েট ভর্তি নোটিশ ২০২৩ এ আবেদনের সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে। আবেদনের শুরু তারিখ হচ্ছে ১৫ এপ্রিল ২০২৩ শুক্রবার সকাল ১০ টা থেকে। অন্যদিকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪শে এপ্রিল ২০২৩ শুক্রবার বিকেল ৩ টা পর্যন্ত। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই আবেদন করে নেবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে।
আবেদন পদ্ধতি অনলাইন ভিত্তিক। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। দুইটি ইউনিটে বিভক্ত হয়ে আবেদন করা হয়। “ক” ইউনিটে আবেদন ফি হচ্ছে ১০০০ টাকা। “খ” ইউনিটে আবেদন ফি হচ্ছে ১২০০ টাকা। নগদ অথবা রকেটের মাধ্যমে এই ফি প্রদান করতে হয়।
বুয়েট ভর্তি পরীক্ষার নিয়ম
প্রাথমিক আবেদনের থেকে ২৪ হাজার শিক্ষার্থীদের বাছাই করা হবে। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বুয়েট প্রাথমিক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই দিনে। প্রতিদিন দুই শিফট অনুসারে অনুষ্ঠিত হবে। নিচে পরীক্ষার সময়সূচি দেওয়া হলো।
৩১ শে মে ২০২৩ |
১ম শিফট |
ক গ্রুপ |
১০ টা থেকে ১১:০০ |
২য় শিফট |
খ গ্রুপ |
বিকাল ৩টা থেকে ৪ টা |
|
১ জুন ২০২৩ |
৩য় শিফট |
ক গ্রুপ |
১০ টা থেকে ১১:০০ |
৪র্থ শিফট |
খ গ্রুপ |
বিকাল ৩টা থেকে ৪ টা |
বুয়েট আসন সংখ্যা
রাসায়নিক প্রকৌশল বিভাগ |
৬০ |
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
১৯৫ |
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
১৮০ |
ধাতব প্রকৌশল বিভাগ |
৫০ |
পানি সম্পদ প্রকৌশল বিভাগ |
৩০ |
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ |
৫৫ |
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ |
১৯৫ |
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ |
৩০ |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভা |
১২০ |
স্থাপত্য বিভাগ |
৫৫ |
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ |
৫৫ |
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ |
৩০ |
প্রথম থেকে বুয়েট ভর্তির প্রস্তুতি
যাদের ছোট থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে, তাদের বুয়েট ভর্তি হওয়ারও ইচ্ছে থাকে। তাই যখন মাধ্যমিকে পড়াশোনা করা হয় তখনই বিজ্ঞান বিভাগ নির্বাচন করা উচিত। কেননা ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে। রসায়ন, পদার্থ, পাশাপাশি উচ্চতর গণিত আবশ্যিক থাকতে হবে। একই সঙ্গে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা লাগবে। পরীক্ষার পর বসে থাকা যাবে না সঙ্গে সঙ্গে এডমিশন প্রিপারেশন নিতে হবে। এইচএসসি পরীক্ষার পর দেশের সুনামধন্য ভর্তি কোচিং থেকে নিজেকে প্রিপারেশন করতে পারেন। একই সঙ্গে নিজের জ্ঞানকে আরো ডেভেলোপ করতে হবে। এখানে প্রতিযোগিতা প্রচুর, তাই নিজেকে প্রথম থেকে শক্তিশালী করে তুলতে নিবেন। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ দেখে নিজেকে আরো ভালোভাবে প্রিপারেশন করে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩