ইমরান আল মামুন
আপডেট: ১৯:৪০, ১ মার্চ ২০২৩
উপবৃত্তির আবেদন ফরম পূরণ ২০২৩
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি আবেদন ফরম পূরণ ২০২৩ প্রকাশিত হয়েছে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন উপবৃত্তি আবেদন ফরম পূরণের নিয়ম, যোগ্যতা এবং সময়সীমা। ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রতিবছর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাই কেবল এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারে। এই সকল বৃত্তি দেওয়ার কারণ হচ্ছে শিক্ষিত হার বৃদ্ধি করা। যাতে করে কোন ছাত্র-ছাত্রী অর্থের অভাবে পড়াশোনা থেকে বিরত না থাকে। যেকোন শিক্ষা বোর্ড ( মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, উন্মুক্ত ) এর শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছে।
যেসকল শিক্ষার্থীর এই উপবৃত্তির প্রয়োজন তারা এখনই আবেদন করে নিন। কারণ উপবৃত্তি আবেদন ফরম ২০২৩ এ প্রচুর শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
আবেদন করতে যা যা লাগবে
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী ইনপুট করে আবেদন করতে হবে। যে সকল কাগজপত্র / তথ্য দরকার হবে:
- শিক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর
- জন্ম নিবন্ধন সনদ
- শিক্ষাগত তথ্যাবলী
- অভিভাবকের জাতীয় পরিচয় পত্র
- শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ পত্র ( প্রধান শিক্ষক কিংবা প্রিন্সিপালের হতে হবে )
- অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র ( শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য )
উপবৃত্তি আবেদন ফরম পূরণ ২০২৩ এর নিয়ম
উপবৃত্তির জন্য আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে ফরম পূরণ করতে হবে। অফলাইন কিংবা ডাক পদ্ধতিতে আবেদন করা যাবে না।
- প্রথমে eservice.pmeat.gov.bd এই লিংকে ক্লিক করুন
- যদি পূর্বে একাউন্ট করা থাকে তাহলে শুধুমাত্র লগইন করে নিন। যদি একাউন্ট না থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর মোবাইল ভেরিফিকেশন করতে হবে। মোবাইল ভেরিফিকেশন হয়ে গেলে পরবর্তী ধাপে যেতে হবে।
- এখন লগইন করে নিন
- লগইন করার পর একটি আবেদন ফরম পাওয়া যাবে। সেখানে শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে।
আবেদন করার পর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আবেদনের অবস্থা জানতে ড্যাশবোর্ড দেখতে হবে। এছাড়া আবেদনের একটি কপি প্রিন্ট আউট করে রাখা ভালো। খেয়াল রাখতে হবে যে মোবাইল নাম্বারটি দেওয়া হবে ফরমে, এই নাম্বারে মোবাইল ব্যাংকিং যেন চালু থাকে। নগদ, বিকাশ, রকেট ইত্যাদি।
নির্দেশনাবলি
- একজন শিক্ষার্থী কেবল মাত্র একটি আবেদন করতে পারবে। একটি আবেদনে একাধিক মোবাইল নম্বর যুক্ত করা যাবে না।
- অভিভাবক হিসেবে দাদা, নানা, ভাই - বোন দেওয়া যাবে না। তবে যদি বাবা-মা না থাকে তাহলে তাদের অনুপস্থিতি অভিভাবক হিসাবে তারা বিবেচিত হবে।
- অভিভাবক হিসাবে যাকে দেওয়া হবে, তার জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রদান করতে হবে।
- কোন ভুল তথ্য দেয়া হলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
উপবৃত্তি পাওয়ার সময়সীমা
শিক্ষার্থীদের আবেদনের ৪ থেকে ৬ মাসের মধ্যে বৃত্তির প্রাপ্ত টাকা প্রেরণ করা হবে। যে সকল শিক্ষার্থী উপবৃত্তির জন্য নির্বাচিত হবে, তাদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সরকারি - বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত রয়েছেন যারা, তাদের কোন টিউশন ফি দিতে হবে না।
- উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীদের বাছাই করার পদ্ধতি
- শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে উপবৃত্তির আবেদন ফরম পূরণ ২০২৩ করতে হবে।
- যে সকল শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র তারাই প্রাথমিকভাবে নির্বাচিত হবে।
- সরকারের অন্যান্য উৎস থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবে।
- মেধাবী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।
- শিক্ষার্থীর ভুল তথ্য ইনপুট হলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বারা শিক্ষার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হবে। তারা কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট এর অনুকূলে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রেরণ করবে।
উপবৃত্তির অর্থের পরিমাণ
অনলাইনে উপবৃত্তি আবেদন ফরম ২০২৩ পূরণ করার পর, নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রাপ্ত বৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করা হয়। মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৫০০০ টাকা, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৮০০০ টাকা এবং স্নাতক শিক্ষার্থীদের জন্য ১০ হাজার টাকা ভর্তি সহায়তা দেওয়া হবে।
আমরা যারা আর্টিকেলটি পড়েছি তারা আবেদনের যোগ্য হলে অবশ্যই আমাদের করব। আমাদের আশেপাশে যে সকল শিক্ষার্থী আর্থিকভাবে অসচ্ছল। তাদের আবেদন করার পরামর্শ দিব।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩