ইমরান আল মামুন
আপডেট: ২৩:৫৪, ১ মার্চ ২০২৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ দেখুন
ইতিমধ্যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ফলাফল সরাসরি ঘোষণা করা হয়েছে। যে সকল শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণ করেছে। তারা আই নিউজের এই প্রতিবেদনে এখনই ফলাফল দেখে নিন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ কিভাবে দেখবেন তা নিচে ধাপে ধাপে দেওয়া হলো। ফলাফল জানার জন্য আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ দেখার নিয়ম
প্রথমে মোবাইল / কম্পিউটার ডিভাইস নিন এবং যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। অবশ্যই ঐ ডিভাইসে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে।
- তারপর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ এই লিঙ্কে প্রবেশ করুন।
- ওয়েবসাইটটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। লিংকটিতে প্রবেশ করার পর সেখানে "রোল নম্বর অনুসারে একক ফলাফল" নির্বাচন করুন।
- উক্ত অপশনটি নির্বাচন করার পর পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হবে।
- পরবর্তী ধাপে শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য বসাতে হবে। সে তথ্যগুলো হচ্ছে - পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বিভাগ, জেলা, উপজেলা এবং সর্বশেষ রোল নম্বর দিতে হবে।
- সকল তথ্য পূরণ করার পর সমর্পণ বাটনে ক্লিক করতে হবে। তাহলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ফলাফল।
পরীক্ষার নাম অপশনটিতে প্রাথমিক সমাপনী পরীক্ষা অপশনটি নির্বাচন করতে হবে। তারপর শিক্ষার্থী যে বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই বিভাগ, জেলা এবং উপজেলা দিতে হবে।
তবে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীদের তথ্য যেন ভুল না হয়। ভুল তথ্য দিলে ফলাফল আসবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ এভাবেই দেখতে হবে অনলাইনে।
এসএমএস এর মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
অনলাইন ব্যতীত অফলাইনে ও এসএমএস এর মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে পারবেন। কারণ সবার কাছে স্মার্টফোন বা ইন্টারনেট সংযুক্ত ডিভাইস নাও থাকতে পারে। তাদের জন্য এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখান নিয়ম নিচে দেওয়া হল:
প্রথমে আপনার মোবাইলের মেসেজ বক্সে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে Write Message এ প্রবেশ করুন। তারপর প্রথমে লিখতে হবে DPE এবং একই সঙ্গে লিখতে হবে থানা বা উপজেলার কোড নম্বর তারপর স্পেস দিতে হবে, স্পেসের পর রোল নম্বর লিখতে হবে তারপর আবার স্পেস এবং সর্বশেষ লিখতে হবে পাশের সাল। তারপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে। নিচে উদাহরণস্বরূপ দেখানো হলো-
DPEThana code Roll Number passing year
Example- DPE1234 112233 2022 and send to 16222
আমরা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল ২০২২ সম্পর্কে জানলাম।
শিক্ষার্থীদের ফলাফল দেখার পাশাপাশি একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ফলাফল দেখা যাবে। এজন্য পূর্বের লিংকেই প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে বিদ্যালয় ভিত্তিক ফলাফল অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলেই প্রাতিষ্ঠানিক বৃত্তি পরীক্ষার ফলাফল জানতে পারা যাবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার অন্যান্য তথ্য
এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৩০ শে ডিসেম্বর ২০২২ সালে। সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত। প্রায় ২ ঘন্টায় চারটি বিষয়ে পরীক্ষা হয়েছিল। মোট নম্বর ছিল ১০০ নম্বের।
বৃত্তি পরীক্ষায় মোট পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। যা মোট শিক্ষার্থীর প্রায় ৫০ শতাংশ। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ অনুসারে ৮২ হাজার শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ৩৩ হাজার জন শিক্ষার্থীদেরকে ট্যালেন্টপুলে বৃত্তি দেওয়া হবে। সাধারণ গ্রেডে দেওয়া হবে ৪৯ হাজার ৮০০ শিক্ষার্থীদের।
ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে প্রতি মাসে ২২৫ টাকা হারে পাবে।
তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ফলাফল ২০২৩ প্রকাশ করা হয়েছিল। কিন্তু সফটওয়্যার এর বিভিন্ন ত্রুটি থাকার কারণে ফলাফলের বেশ মত ভিন্ন ছিল। উক্ত তারিখের দুপুরের দিকে ফলাফল প্রকাশ করার পর, বিকেলে ফলাফল স্থগিত করে দেওয়া হয়। এমনটাই জানানো হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। পরবর্তী তারিখ হিসেবে দেওয়া হয় ১লা মার্চ ২০২৩।
তবে আশা করা যাচ্ছে সকল ত্রুটি দ্রুত সমাধান করে খুব শীঘ্রই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ করা হবে। অভিভাবকদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না হয়।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩