ইমরান আল মামুন
আপডেট: ২২:৫৮, ৭ মার্চ ২০২৩
অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ২০২৩
২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণে যারা ব্যর্থ হয়েছেন, তাদেরকে পুনরায় ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চাওয়া সকল শিক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন। এই ফরম পূরণের কার্যক্রম গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে গিয়েছিলো। সে সময় যারা আবেদন করতে পারেননি তারা পুনরায় আবেদন করতে পারবেন।
ফরম পূরণ কার্যক্রমের সময়সূচী:
• অনলাইনে আবেদন ফরম পূরণ করার সময়সীমা: ০৯/০৩/২০২৩ তারিখ হতে ১৮/০৩/২০২৩ তারিখ পর্যন্ত।
• কলেজ করতে ডাটা এন্ট্রির শেষ তারিখ: ১৯/০৩/২০২৩ তারিখ রাত ১২ টা পর্যন্ত।
• সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা জমাদানের সময়সীমা: ২০/০৩/২০২৩ তারিখ হতে ২১/০৩/২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদন ফরম, বিবরণী ফরম, ফরম সংগ্রহ ও অন্যন্য নিয়মাবলী:
অনলাইনে আবেদন ফরম পূরণ:
• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd অথবা www.nubd.info/honours থেকে আবেদনকারী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ ফরম পূরণ করতে পারবে। পূরণকৃত ফরম প্রিন্ট করে নির্ধারিত ফি সহ স্ব-স্ব বিভাগে জমা দিতে হবে।
• আবেদন ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি ফরমের সাথে এবং আরেক কপি ছবি আলাদাভাবে জমা দিতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী:
• নিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত পাঠ্য অনুযায়ী শুধুমাত্র ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নিয়মিত পরীক্ষার্থীরা যারা কিনা ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোশন পেয়ে তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে এবং তৃতীয় বর্ষের সেশন সম্পন্ন করেছে, তাদের ডাটা ওয়েবসাইট এ দেওয়া আছে। শুধুমাত্র সেই সকল শিক্ষার্থীরা ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
• অনিয়মিত: ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত নিয়ম অনুযায়ী যেসকল শিক্ষার্থী ( সেশন ২০১৫-১৬, ২০১৬-১৭ ও ২০১৭-১৮)। ইতোপূর্বে অনার্স ২য় বর্ষ পরীক্ষায় প্রমোশন পেয়ে অনার্স তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে। কিন্তু ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দেয়নি বা পরীক্ষা দিয়েও পাস করেনি বা উত্তীর্ণ হয়নি। যে সকল শিক্ষার্থী ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তাদের অনুত্তীর্ণ বিষয় সমূহের পরীক্ষা দিবে।
• গ্রেড উন্নয়ন :
গ্রেড উন্নয়ন বলতে যারা পাশ করেছে কিন্তু ভালো রেজাল্ট করেনি। তারা নির্দিষ্ট বিষয়ে কিছু শর্ত সাপেক্ষে পরীক্ষা দিতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং নিয়ম অনুযায়ী যে সকল শিক্ষার্থীরা এর আগে ( ২০১৭,২০১৮,২০১৯,২০২০) সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দিয়ে চতুর্থ বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে ফেল বা ব্যর্থ হয়েছে অথবা কোনো একটি বিষয়ে পরীক্ষা দেয়নি। তাদের যে সকল কোর্সের পরীক্ষায় গ্রেড উন্নয়ন সেই সকল পরীক্ষার্থীদের গ্রেড উন্নয়ন পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে।তাছাড়া ২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় কোনো শিক্ষার্থী যদি এক বা দুটি কোর্সে C বা D গ্রেড পেয়ে থাকে। তারাও ওই সকল বিষয়ে ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে।
একজন শিক্ষার্থী এক্ষেত্রে সর্বোচ্চ দুইটি বিষয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে।কোনো শিক্ষার্থী যদি গ্রেড উন্নয়ন করতে না পারে বা পরীক্ষা না দেয় তাহলে ওই কোর্সে তার পূর্বের গ্রেড বা পয়েন্টই থাকবে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩