ইমরান আল মামুন
আপডেট: ১৯:৫৯, ১১ মার্চ ২০২৩
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
নার্সিং হলো সেবাখাতের একটি সম্মানজনক পেশা। তাইতো অনেক মেয়ের স্বপ্ন থাকে নার্স হওয়ার। নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর মাধ্যমে এ বছর সরকারি ও বেসরকারিভাবে অসংখ্য শিক্ষার্থী নার্সিং পড়ার সুযোগ পাবে।
বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিকভাবেও দক্ষ নার্সের অনেক ঘাটতি রয়েছে। কারণ দিন দিন চিকিৎসা সেবা উন্নত ও বিস্তৃত হচ্ছে। সেই সাথে বাড়ছে দক্ষ নার্সের চাহিদা। তাইতো বর্তমান সময় বাংলাদেশে অনেক সরকারি এবং বেসরকারি নার্সিং ইনস্টিটিউশন এর সংখ্যা বাড়ছে। প্রতিবছরের মত এবারও প্রকাশিত হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করতে হবে তার সবিস্তার আলোচনা করব আজকে। আজকের আর্টিকেলে যা যা থাকছে
আবেদনের সময় ও প্রক্রিয়া
- ভর্তি পরীক্ষার ফি
- আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
- পরীক্ষার নম্বর বন্টন
- কলেজগুলোতে আসন সংখ্যা
- কোটা
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তির আবেদনের সময় ও প্রক্রিয়া :
আবেদন শুরুর তারিখ: ১৫ মার্চ ২০২৩ বুধবার সকাল ১০ টা হতে শুরু।
আবেদন শেষ: ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার রাত ১১:৫৯ পর্যন্ত।
অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল শনিবার রাত ১১:৫৯ পর্যন্ত। তাছাড়া অনলাইন হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৯ মে মঙ্গলবার থেকে। এছাড়া আবেদনের অন্যান্য প্রক্রিয়া নির্দেশিকা www.mefw.gov.bd, www.dgnm.gov.bd, www.bnmc.gov.bd ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তি পরীক্ষার সময়:
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ মে ২০২৩ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। তবে অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ যেকোনো সময় তারিখ পরিবর্তন করতে পারে।
শিক্ষার্থীদের উচিত শেষ তারিখের পূর্বেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তির পরীক্ষার ফি:
বিএসসি নার্সিং কোর্সের জন্য আবেদন করতে ৭০০/ টাকা এবং ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি / ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/ টাকা লাগবে। আবেদনের টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। টাকা পরিশোধিত না হলে আবেদনপত্র গৃহীত হবে না।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তির আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
- ২০২১ বা ২০২২ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে।
চার বছর মেয়াদী ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): বিজ্ঞান বিভাগে এসএসসি সমমান ও এইচএসসি সমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। যদি কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম থাকে, তবে অযোগ্য বলে বিবেচিত হবে। উভয় পরীক্ষায় জীববিজ্ঞানের জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি : যেকোন বিভাগ হতে এসএসসি বা সমান ও এইচএসসি পরীক্ষার নূন্যতম জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ থাকলে আবেদন করতে পারবে না।
তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : যেকোন বিভাগ হতে এসএসসি বা সমান ও এইচএসসি পরীক্ষার নূন্যতম জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ২.৫০ থাকলে আবেদন করতে পারবে না। এসকল যোগ্যতা নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে।
নম্বর বন্টন:
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় প্রতিটি কোর্সের জন্য আলাদা প্রশ্নপত্রে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের জন্য সময় থাকবে মাত্র ১ ঘন্টা। লিখিত পরীক্ষার নম্বর বন্টন নিম্নে দেওয়া হল:
বিএসসি ইন নার্সিং কোর্সের নম্বর বন্টন:
- বাংলা - ২০
- ইংরজী- ২০
- গনিত- ১০
- বিজ্ঞান - ৩০
- সাধারন জ্ঞান- ২০
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নম্বর বন্টন:
- বাংলা - ২০
- ইংরজী- ২০
- গনিত- ১০
- সাধারন বিজ্ঞান- ২৫
- সাধারণ জ্ঞান- ২৫
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের নম্বর বন্টন:
- বাংলা - ২০
- ইংরজী- ২০
- গনিত- ১০
- সাধারন বিজ্ঞান- ২৫
- সাধারণ জ্ঞান- ২৫
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নোটিশে কোর্সে মোট আসন সংখ্যা: সারা বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি নার্সিং কোর্স প্রতিষ্ঠান রয়েছে মোট ১০০টি। সকল প্রতিষ্ঠান মিলে আসন রয়েছে ৪৯৮৯ টি। তবে এই আসন সংখ্যা খুব শীঘ্রই আরো বাড়তে পারে।
• বিএসসি ইন নার্সিং কোর্সে আসন সংখ্যা মোট : ১২০০ টি
• ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের মোট আসন সংখ্যা: ২৭৩০ টি
• ডিপ্লোমা ইন মিডওয়াইফারি : ১০৫০ টি
সরকারি নার্সিং কলেজগুলোতে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিদের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে। বাকি আসনগুলোর মধ্যেও ৬০% জাতীয় মেধা এবং ৪০% জেলা কোটায় নির্বাচিত হবে। কোটাধারী প্রার্থীদের আবেদনপত্র সময় মুক্তিযোদ্ধা সনদ এর তথ্য সহকারে পূরণ করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের প্রতি আমার শুভকামনা। পরীক্ষায় প্রবেশ করার আগে অবশ্যই হল এবং কেন্দ্রের সকল নিয়ম-কানুন ভালোভাবে জেনে যাওয়ার অনুরোধ রইল। আজকে নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ জানলেন৷ এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কৃত তথ্য নিচে দেওয়া হলো।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩