Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৪ মার্চ ২০২৩
আপডেট: ০০:১৩, ১৪ মার্চ ২০২৩

শাবির প্রথম ছাত্রীহলের ক্রীড়া সপ্তাহ শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক প্রথম ছাত্রীহলের ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় প্রথম ছাত্রীহল সংলগ্ন মাঠে এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন।

হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মাছুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন হলটির সহকারী প্রভোস্ট জোবায়দা গুলশান আরা এবং সাদিয়া খানম।

ক্রীড়া সপ্তাহে হলটির পক্ষ থেকে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এরমধ্যে শিক্ষার্থীদের জন্য ভারসাম্য দৌঁড়, সুঁইসুতা দৌঁড়, বিস্কুট দৌঁড়, লুডু, হাড়ি ভাঙ্গা, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন এবং পিলোপাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের বারে গোল, লুডু ফাইনাল, ক্যারাম ফাইনাল এবং ব্যাডমিন্টন ফাইনাল খেলার আয়োজন করা হয়।

এ বিষয়ে অধ্যাপক আমিনা পারভীন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীহলের আয়োজনে ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে। হলটির পক্ষ থেকে এমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এক অনন্য উদ্যোগ। আমি মনে করি এ ক্রীড়া প্রতিযোগিতা ছাত্রীদের মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দও দেবে। আমি হলের প্রভোস্টবডি সবাইকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও শুভকামনা জানাচ্ছি।

আরও পড়ুন

 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়