শাবি প্রতিনিধি
শাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবস উদযাপন শুরু হয়।
পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে হ্যান্ডবল গ্রাউন্ডে শিশুদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ও রচনায় সাবলীলতা ও দূরদর্শিতা’ প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গণির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানন্ত্রীর হাত ধরে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যদি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত তাহলে আমাদের যে উন্নয়ন হয়েছে তার চেয়ে তিনগুন বেশি উন্নয়ন হতো।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল খরচ সরকার বহন করে। আমরা একশ পারসেন্ট সরকারের অধীণ। সুতরাং আমাদেরকে সরকার এর নির্দেশনার আলোকে চলতে হবে সরকারের বাহিরে গিয়ে কোনকিছু চিন্তা করার সুযোগ নেই। যদি আমরা হতাম থাহলে আমরা আমাদের কথা বলতে পারতাম।
অনেকেই মুখে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আবার মনে মনে চান বঙ্গবন্ধুর আদর্শ যাতে বাস্তবায়িত না হয়। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন শেখ হাসিনাকে ভালোবাসেন তাহলে সবাইকে একতাবদ্ধভাবে তাদের আদর্শকে ধারণ বুকের মধ্যে ধারণ করে কাজ করতে হবে। যদি ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসাবে দেখতে চান যদি বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করতে চান তাহলে জননেত্রি শেখ হাসিনার নেত্রিত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং নির্ধারিত আলোচক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও অধ্যাপক ড. মো. আখতার“ল ইসলাম বক্তব্য দেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, রেজিস্টার, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির সদস্য, অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
আরও পড়ুন
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩