ইমরান আল মামুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
সম্প্রীতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত করা হয়েছে। যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে তুলে ধরা হচ্ছে চবি ভর্তি যোগ্যতা, আবেদনের নিয়ম, কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলো।
এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের চট্টগ্রাম শহরে অবস্থিত। সেই অনুসারে এর নামকরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনেক শিক্ষার্থীর ইচ্ছে থাকে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করা। কারণ বিশ্ববিদ্যালয়টির পরিবেশ যেমন মনোরম। ঠিক তেমনভাবে পড়াশোনার মানও অনেক উন্নত। প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু যারা এডমিশন পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে পারে। তারাই কেবল ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মূল কারণ হচ্ছে এর নির্দিষ্ট আসন সংখ্যা। কারণ প্রায় প্রত্যেক শিক্ষার্থীর ইচ্ছে থাকে এরকম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার। কিন্তু সবাইকে পড়ার সুযোগ দেওয়া সম্ভব না। তাই নির্দিষ্ট যোগ্যতা সম্পূর্ণ শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নোটিশ
চবি ভর্তি যোগ্যতা ২০২৩
এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয় শিক্ষার্থীদের। এই যোগ্যতা নির্ধারণ করা হয় মূলত রেজাল্টের উপর নির্ভর করে। এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর নির্ভর করে এটি। নিচে এর যোগ্যতা তুলে ধরা হলো।
- এ ইউনিট- জিপিএ মোট ১০ পয়েন্ট এর মধ্যে কমপক্ষে ৮ পয়েন্ট থাকতে হবে। যেকোনো একটি পরীক্ষায় ৪ পয়েন্টের কম থাকা যাবে না।
- বিজ্ঞান বিভাগ- মোট জিপিএ ১০ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন ৮ পয়েন্ট থাকতে হবে। যেকোনো একটি পরীক্ষাতে ৩.৫০ কম হওয়া যাবে না।
- ব্যবসা বিভাগ- মোট জিপিএ ১০ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন ৭.৫০ থাকতে হবে। একটি পরীক্ষাতে ৩ পয়েন্টের নিচে হওয়া যাবে না।
- মানবিক বিভাগ- মোট জিপিএ ১০ পয়েন্টের মধ্যে ৭.৫০ হতে হবে। যেকোনো একটি পরীক্ষাতে ৩ পয়েন্টের কম হওয়া যাবেনা।
- সি ইউনিট- মোট জিপিএ ১০ পয়েন্টের মধ্যে ৮ পয়েন্ট হতে হবে। যেকোনো একটি পরীক্ষাতে ৩.৫০ এর হওয়া যাবেনা।
- ডি ইউনিট- মোট জিপিএ ১০ পয়েন্টের মধ্যে ৭.৫০ হতে হবে। কোন একটি পরীক্ষাতে ৩.৫০ এর হওয়া যাবেনা।
এই ফলাফল সাধারণত এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মোট জিপি এর উপর হিসাব করা হচ্ছে। এমনটাই জানানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর নোটিশে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সার্কুলার ২০২৩ এর ভর্তির আবেদন
এই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এজন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন। লিংকটিতে প্রবেশ করার পর সেখানে Apply now নামের একটি অপশন দেখা যাবে। উক্ত অপশনটিতে ক্লিক করার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপর মোবাইল নম্বর বসিয়ে ভেরিফিকেশন করার পর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ইউনিট অনুসারে আবেদন করার অপশন পাওয়া যাবে। এভাবেই অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি হচ্ছে মাত্র ৮৫০ টাকা। যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি প্রদান করতে পারবে শিক্ষার্থীরা। কোন শিক্ষার্থীরা যদি নিজেই আবেদন করতে ব্যর্থ হয়। তাহলে যেকোনো ধরনের কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে দিতে পারবে।
চবি ভর্তি পরীক্ষার মানবন্টন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে প্রকাশিত করা হয়েছে। এই বছর পরীক্ষার মানবন্টনও উল্লেখ করে দেওয়া হয়েছে। নিচে মানবন্টন তুলে ধরা হলো।
- পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বমোট ১০০ নম্বরে।
- প্রত্যেকটি প্রশ্নের জন্য ১ নম্বর করে দেওয়া হবে। মূলত এমসিকিউ আকারে প্রশ্ন করা হয়ে থাকে।
- মোট ১০০ টি এমসিকিউ দেয়া থাকবে।
- নেগেটিভ মার্ক হচ্ছে প্রতি ভুল প্রশ্নের জন্য ০.২৫ নম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু ৩০ মার্চ ২০২৩ হতে |
আবেদনের সময়সীমা শেষ ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত |
পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ই মে ২০২৩ হতে ২৫ মে ২০২৩ পর্যন্ত |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তির পর অনেক শিক্ষার্থী এখানে আবেদন করতেছে। প্রতিবছর অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তাই চট্টগ্রামসহ আশেপাশের অঞ্চলে প্রচুর মানুষের সমাগম হয়। ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়ে থাকে। তাই হাতে সময় নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হতে হবে। পরীক্ষার কেন্দ্রে অবশ্যই কোন ধরনের ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা যাবে না। প্রবেশপত্রসহ অন্যান্য সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিতে হবে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩