ইমরান আল মামুন
আপডেট: ১৬:০৪, ১০ এপ্রিল ২০২৩
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নোটিশ
গত ৫ এপ্রিল ২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত করা হয়েছে। যারা বিগত সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে ইচ্ছুক তারা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিগুলো আর্টিকেলের নিচে দেওয়া হল।
অনার্স ( স্নাতক ) সম্মান ভর্তি
আজকে যে ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত। সারা বাংলাদেশের যত সরকারি বেসরকারি ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে সকল কলেজগুলোতে একসাথে ভর্তি আবেদন শুরু হয়েছে। এইচএসসি পরীক্ষা শেষে অধিকাংশ শিক্ষার্থী স্নাতকোত্তর সম্মান কোর্সে ভর্তি হতে আগ্রহী থাকে। এই কোর্সটি হচ্ছে চার বছর মেয়াদী। যা বাংলাদেশ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নোটিশ
অনার্স ভর্তি যোগ্যতা
দিন যাচ্ছে শিক্ষার হার তত বৃদ্ধি পাচ্ছে। পূর্বের তুলনায় বর্তমানে প্রতি বছর শিক্ষার্থীর হার অনেক বেশি। কিন্তু সে তুলনায় আমাদের দেশে উচ্চতর ডিগ্রী অর্জনের বিশ্ববিদ্যালয়গুলো বৃদ্ধি পাচ্ছে না। এগুলোর আসন সংখ্যাও সীমিত থাকে। তেমন হয়েছে অনার্স ভর্তির ক্ষেত্রে। দেশে যত সরকারি বেসরকারি কলেজ রয়েছে সেগুলোতে আসন সংখ্যাও সীমিত। তাই নির্দিষ্ট পয়েন্টের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের এডমিশন দেওয়ার নিয়ম চালু হয়েছে। চলুন নিচে দেখে নেই অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?
মানবিক বিভাগ- | এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৩.৫০ হতে হবে। এইচএসসি এবং সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৩.০০ থাকতে হবে। |
বিজ্ঞান বিভাগ: | এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে। এইচএসসি এবং সমমান পরীক্ষায় সর্বনিম্ন ৩.৫০ হতে হবে। |
বাণিজ্য বিভাগ- | এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৩.৫০ থাকতে হবে। এইচএসসি এবং সমমান পরীক্ষায় সর্বনিম্ন ৩.৫০ হতে হবে। |
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ২০১৯, ২০২০ সালে এসএসসি পরীক্ষা এবং ২০২১, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই কেবল আবেদন করতে পারবে।
অনার্স ভর্তি ২০২৩ কবে থেকে শুরু?
এবছরের ৮ এ ফেব্রুয়ারি এইচএস সি পরীক্ষার ফলাফল ঘোষণার পর অনেক শিক্ষার্থী আগ্রহী অনার্স ভর্তি কবে থেকে শুরু হবে। অনেকে উদ্যোগ প্রকাশ করেছিল। আর হবেই না বা কেন। এইচএসসি পরীক্ষার পর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কোন কলেজে ভর্তি, কোন বিষয় নিলে ভালো হবে এগুলো নিয়ে শিক্ষার্থীরা চিন্তিত থাকে। অনার্স ভর্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো।
- অনার্স প্রাথমিক ভর্তি আবেদনের শুরুর তারিখ ৫ এপ্রিল ২০২৩
- অনার্স প্রাথমিক ভর্তি আবেদনের শেষ তারিখ ৮ মে ২০২৩
- কলেজ কর্তৃ পক্ষ থেকে অনলাইনে প্রাথমিক ফরম নিশ্চয় করণ ৬ এপ্রিল থেকে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি হওয়ার নিয়ম
অনার্স ভর্তি হওয়ার জন্য প্রথমে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এইজন্য প্রয়োজন হবে শিক্ষার্থীদের শিক্ষাগত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো লাগে। আর প্রয়োজন হবে একটি সচল মোবাইল নম্বর। এবার ভর্তির আবেদন ফি হচ্ছে মাত্র ২৫০ টাকা। এই লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবে।
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেধা তালিকায় নির্বাচন। কর্তৃপক্ষ প্রথমে বিবেচনা করবে আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ পয়েন্টধারীদেরকে এডমিশন দেওয়ার জন্য। এছাড়া শিক্ষার্থীরা কলেজ এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পর্যায়ক্রম নির্বাচন করা হবে। সেই অনুসারে তাদের কলেজগুলো বিবেচনা করা হবে। শিক্ষার্থীদের অনুরোধ করবো যে বিষয় এবং যেই কলেজগুলো তাদের ভর্তি হতে ইচ্ছুক বেশি সেই কলেজগুলো প্রথমে দেওয়ার।
প্রথমবার আবেদনে ভর্তি হওয়ার জন্য কোন কলেজে নির্বাচিত না হয়। তাহলে দ্বিতীয় স্লিপে তারা পুনরায় আবেদন করার সুযোগ পাবে। নোটিশটি পরবর্তী সময়ে দেওয়া হয়ে থাকে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩