শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২৩:১৩, ২ মে ২০২৩
লন্ডনের আলস্টার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেলেন শ্রীমঙ্গলের নাদিরা
গ্র্যাজুয়েশন সিরিমনিতে সাফল্যের পর নাসরিন আক্তার নাদিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান নাদিরা লন্ডনের আলস্টার ইউনিভার্সিটিত থেকে গত ২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল বিজনেস উইথ এডভান্সড প্র্যাক্টিস ডিগ্রি অর্জন করেছেন।
নাসরিন আক্তার নাদিরা শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকার ছফেদ মিয়া রোডের মৃত নওয়াব মিয়া ও রেনু বেগম'র ৫ম মেয়ে।
নাদিরা ২০২০ সালে লন্ডনের আলস্টার ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল বিজনেস উইথ এডভান্সড প্র্যাক্টিস বিভাগে পড়াশোনার জন্য লন্ডনে পাড়ি জমান।
নাসরিন আক্তার নাদিরা ১৯৯৪ সালের ১৬ ই মে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকায় জন্মগ্রহণ করেন। ৬ বোনের মধ্যে সে ৫ম বোন।
নাদিরার বোন ইয়াসমিন আক্তার শিরিন মঙ্গলবার (২ মে) আই নিউজ প্রতিবেদককে বলেন, আমার বোন (নাদিরা) হাজী আব্দুল গফুর হাই স্কুল থেকে ২০১০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ২০১২ সালে দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং ২০১৬ সালে সিলেট এমসি কলেজ থেকে অর্নাস এবং ২০১৮ সালে মার্সটার্স পরিসংখ্যান বিভাগ থেকে পাস করে।
এ ব্যাপারে আজ মঙ্গলবার লন্ডন থেকে নাসরিন আক্তার নাদিরা মুঠোফোনে জানান, আমার আব্বুর আমাকে নিয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বড় হয়ে যেনো প্রতিষ্ঠিত হই। এই জন্য আমি মন দিয়ে পড়াশোনা করেছি আর আমার আব্বু আমাকে সব সময় সাপোর্ট করতেন। আমি এমসি কলেজ থেকে সফলভাবে অনার্স ও মাস্টার্স শেষ করার পর ২০২০ এর সেপ্টেম্বর সেশনে আলস্টার ইউনিভার্সিটিতে মাস্টার্স পড়ার জন্য লন্ডনে এসেছিলাম। আমার পছন্দের সাবজেক্ট ছিল ইন্টারন্যাশনাল বিজনেস উইথ এডভান্সড প্র্যাকটিস।
নাদিরা বলেন, আমি ২০২২ সালের সেপ্টেম্বরে সফলভাবে আমার কোর্স সম্পন্ন করেছি। পরে এবছর গত ২৫ শে এপ্রিল আমার গ্র্যাজুয়েশন সিরিমনিতে অর্জন করেছি। আমার এই অর্জন আমার কষ্টের সবকিছু লাঘব করে দিয়েছে। আর মনে হয়েছে আমার আব্বুর স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এত দূর এসেছি আমার বাবা, মা বোনের দোয়াতে। আমি দেশবাসী কাছে দোয়া চাই আমার অর্জন আর সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জল করতে পারি।
তিনি আরোও জানান, আমার এই সফলতায় আমি সবচেয়ে বেশি আমার আব্বুকে মিস করছি,আজকে আমার প্রিয় পিতা বেঁচে থাকলে কি যে খুশি হতেন।আমি দেশের মানুষের এবং আমার নিজের শহরের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩