শাবিপ্রবি প্রতিনিধি
ঢাবি ভর্তি পরীক্ষায় শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৫ হাজার শিক্ষার্থী
গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা। ঢাবির ৪টি অনুষদে এবার প্রায় তিন লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। ঢাকার বাইরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে তিনটি ইউনিটে এ বছর ৫ হাজার ২৫৮ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বৃহস্পতিবার (০৪ মে) শাবিপ্রবির স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করবেন। ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সতর্ক আছি।’
২০২১ সালে করোনার প্রাদুর্ভাবের ফলে রাজধানীর বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় ২০২২ সালের পর এ বছরও শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এ ভর্তি পরীক্ষা।
আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৭৫১জন, ১২ মে বিজ্ঞান ইউনিটে ৩ হাজার ৫০জন এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪৫৭ জনসহ মোট মোট ৫ হাজার ২৬৪ জন শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩