শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবিতে ঢাবির ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম ২০২২-২৩ এর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই ইউনিটের পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ৯১.৮৩ শতাংশ শিক্ষার্থী। এছাড়া এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকেরা। তাদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান ইউনিটে সিলেট বিভাগ থেকে ৩০৫১ শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে পরীক্ষায় ২৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ৯১.৮৩ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়নি ২৫১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক ভবন এবং আইআইসিটি ভবনে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এদিন সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা শাবি ক্যাম্পাসে আসতে থাকেন। কেউ কেউ নিজেদের গাড়ি করে, কেউ ভাড়া করা গাড়িতে অথবা কেউ বিশ্ববিদ্যালয়ের পরিবহণে ক্যাম্পাসে আসেন। সিলেট বিভাগের চারটি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে শিক্ষার্থীরা আসেন বলে অনেকে জানিয়েছেন। ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ডে ছোট-বড় নানান রংয়ের গাড়িতে ভরপুর হয়ে উঠে। পরীক্ষার কেন্দ্রে যখন শিক্ষার্থীরা আসছেন এমন সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরাও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। অনেক শিক্ষার্থীকেই দেখা গেছে শেষ সময়ের প্রস্তুতিতে মগ্ন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে সারাক্ষণ তৎপর থাকতে দেখা যায়। পরীক্ষা উপলক্ষে অনেক কাস্টমার পেয়েছেন টং দোকানদাররা। ভালই বেচাকেনা হওয়ায় তাদের মুখে হাসির ফুলঝুরি দেখা গেছে। পরীক্ষা শুরুর আধাঘন্টা আগেই সব শিক্ষার্থীদের পরীক্ষার হলরুমে প্রবেশ করেন। এসময় ভেন্যু থেকে অভিভাবকদেরকে দুরে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এ সুযোগে অনেক অভিভাবক হেঁটে দেখছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; কেউবা নিজেদের মোবাইলে সেলফি এবং ছবি তুলে পরীক্ষার সময়টা কাটিয়েছেন।
এছাড়া অভিভাবকরা ক্যাম্পাসের টং দোকান, খোলা জায়াগায়, গোলচত্বর, যাত্রী ছাউনি, গ্রান্থাগারের ভিতরে ও পাশে বসে থাকতে দেখা যায়। বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র থেকে বের হন শিক্ষার্থীরা। এরপর অভিভাবকসহ শিক্ষার্থীরা একে একে ক্যাম্পাস ছাড়তে থাকেন। এসময় ক্যাম্পাসের সড়কগুলোতে অনেক ভিড় হয়। বেলা ১টার পূর্বের ক্যাম্পাস পুরো শূন্য হয়ে যেতে দেখা যায়। নেই কোনো কোলাহল। এভাবেই মুখরিত ক্যাম্পাস সুনসান নিরবতায় পরিণত হয়। ক্যাম্পাসে ঢাবির বিজ্ঞান ইউনিটের পরীক্ষা দিতে বাবা আব্দুর রহমানের সঙ্গে এসেছিলেন ফাতেমা বেগম।
টিলাবেষ্টিত সবুজ ক্যাম্পাসে এসে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো লেগেছে জানিয়ে ফাতেমা বলেন, বিভাগীয় শহরগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা হওয়াতে অনেক ভোগান্তি থেকে রক্ষা হয়েছে। কোনো ধরণের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে না। ছেলেকে নিয়ে মৌলভীবাজার থেকে এসেছেন মৃণাল কান্তি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস এবং ক্যাম্পাসের শৃঙ্খলার পরিবেশ দেখে প্রশংসা করেছেন তিনি। তার ভাষ্য, খুবই সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্যাম্পাসের নিরাপত্তা ওশৃঙ্খলার ক্ষেত্রে প্রক্টরিয়াল বডি সবসময় সজাগ ছিল। এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঢাবি ভর্তিচ্ছুদের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাস সার্ভিস দেওয়া হয়েছে। সিলেট নগরের বিভিন্ন পয়েন্ট থেকে সকাল থেকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ক্যাম্পাসে বাস দিয়ে নিয়ে আসা হয় এবং পরীক্ষা শেষে তাদেরকে শহরের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
এছাড়া ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার দিনেও এ সেবা চালু ছিল। এছাড়া আগামীকাল ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায়ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহণ সুবিধা থাকবে বলে জানা গেছে।
উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে সাড়ে ১২টায় শাবি কেন্দ্রে ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের ৪৫৭ শিক্ষার্থী অংশ নিবেন বলে জানা গেছে।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩