ইমরান আল মামুন
আপডেট: ০৯:৪৪, ১৯ মে ২০২৩
এসএসসি পরীক্ষা ২০২৩ স্থগিত
ঘূর্ণিঝড় মোখার কারণে অনেক বোর্ডে এসএসসি পরীক্ষা ২০২৩ স্থগিত করা হয়েছে। যার কারণে অনেক শিক্ষার্থীরাই রয়েছে দ্বিধা দ্বন্দ্বে। কারণ অনেকেই জানেনা কোন কোন বোর্ডে পরীক্ষা গুলো স্থগিত করে দেওয়া হয়েছে। আজকের আর্টিকেলে এ বিষয় সম্পর্কে তুলে ধরা হচ্ছে।
২০২৩ সালে সর্বোচ্চ বেশি গতিতে যে ঘূর্ণিঝড় হতে যাচ্ছে সেটি হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যে এই ঝড়ের গতির বাতাস ১৩২ কিলোমিটার দূরে দেখে প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগরে। এর আশেপাশের অঞ্চলগুলোতে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সমুদ্র অঞ্চলগুলোতে ১০ নম্বর পর্যন্ত বিপদ সংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস তথ্য অনুসারে ১৪ মে অথবা ১৫ই মে এর উপকূলে আঘাত আনতে পারে। তাই অনেককে ঐ এলাকা থেকে সরে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে শিক্ষার্থীদেরও। কেননা এই ঝড়ের সময় বেশি সংখ্যা থাকে শিশু-কিশোর এবং বৃদ্ধরা।
এসএসসি পরীক্ষা ২০২৩
গত ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। গতবছর এসএসসি পরীক্ষা সিলেট বন্যার কারণে বারবার পিছিয়ে গিয়েছিল। এবার একই প্রাকৃতিক দুর্যোগে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বেশ কয়েকটি পিছিয়ে গেছে। তাই অনেকে খুঁজে থাকেন কোন কোন বোর্ডে এসএসসি পরীক্ষায় স্থগিত করা হয়েছে। সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। এসএসসি পরীক্ষার রুটিন ২০২৩ অনুসারে জানা যায় পরীক্ষা শেষ হওয়ার তারিখ ছিল ৩০ মে ২০২৩।
কিন্তু হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার আশঙ্কার কারনে অনেক বোর্ডে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। কেননা এ প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা দেওয়া সম্ভব হবে না ঐ বোর্ডগুলোতে। যদিও অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়েছে তবুও শিক্ষার্থীদের জানার আগ্রহটা থেকেই যায়। কেননা এসএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জীবনে। আর অনেকেরই এটি বোর্ড পরীক্ষ সর্বপ্রথম।
কোন বোর্ডে এসএসসি পরীক্ষা ২০২৩ স্থগিত করা হয়েছে?
ঘূর্ণিঝড় মোখার কারণে মোট ৬টি শিক্ষা বোর্ডে এসএসসি এবং এর সমমান পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৪ই মে এবং ১৫ই মে। মূলত সেই সকল পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে। নিচে বোর্ড গুলোর নাম তুলে ধরা হলো:
- বরিশাল বোর্ড
- চট্টগ্রাম বোর্ড
- কুমিল্লা বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
- যশোর বোর্ড
এ সকল বোর্ডের শিক্ষার্থীদের হতাশা না হয়ে নতুন উদ্যমে আর ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। কেননা তারা তুলনামূলকভাবে সুযোগ আরও পাচ্ছেন। তাদের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে আরো ভালো ফলাফল করা। আর অবশ্যই তাদেরকেও প্রাকৃতিক দুর্যোগকে নিরাপদ স্থানে থাকতে হবে। আর তারা যেহেতু শিক্ষার্থী অবশ্যই অন্যদেরকে এ বিষয়ে সতর্ক করবেন। সবাই যেন প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলা করতে পারে।
আপনারা দেখলেন এসএসসি পরীক্ষা ২০২৩ স্থগিত বিষয়ের তথ্যগুলো। শিক্ষা বিষয়ক আরো অন্যান্য খবরগুলো নিচে দেওয়া হল।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩