শাবি প্রতিনিধি
গুচ্ছ ভর্তি পরিক্ষায় শাবিতে এবছর পরীক্ষার্থী ৯৫৪৪ জন
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকীম।
দেশের সাধারণ ও প্রযুক্তি মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ৩য় বারের মত আয়োজিত গুচ্ছ ভর্তি পরিক্ষা আগামি ২০ মে শুরু হতে যাচ্ছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক ইউনিটে সিলেট অঞ্চলের ৯৫৪৪জন শিক্ষার্থী অংশ নেবেন।
গত সোমবার (১৫ মে) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি ভর্তি কমিটি ২০২২-২৩ শিক্ষাবর্ষের সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকীম।
তিনি জানান, এবারে গুচ্ছ ভর্তি পরিক্ষায় সারাদেশে ‘এ ’(বিজ্ঞান) ‘বি’ (মানবিক) ‘সি’ (বাণিজ্য) বিভাগে ৩লাখ ৩হাজার ২৩২জন অংশ নিচ্ছেন। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১লাখ ৬৬হাজার ৯৩৩জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬হাজার ৫৪৪জন, ও ‘সি’(বাণিজ্য) ইউনিটে ৩৯হাজার ৮৬৪ জন শিক্ষর্থী।
শাবির কেন্দ্রে পরীক্ষার্থীর বিষয়ে ড. মাহবুবুল হাকীম বলেন, শাবিপ্রবি কেন্দ্রে ৯ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে আগামী ২০ মে 'বি' ইউনিটে ২ হাজার ৫৬১ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন এ, বি, সি ও ডি তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ছাড়া আগামী ২৭ মে ‘সি’ ইউনিটে ৯৪৪ শিক্ষার্থী এবং ৩ জুন ‘এ’ ইউনিটে ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী অংশ নেবে বলে জানান তিনি।
এসময় সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন উপকমিটি গঠন করেছি। পরিবহণ, মিডিয়া, ভর্তিচ্ছুদের জন্য হটলাইন সেবাসহ বিভিন্ন সুযোগ সুবিধা এবার থাকছে।
এছাড়া, ভর্তি পরীক্ষায় কোনো ধরণের জটিলতা তৈরি না হয় সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩