শাবি প্রতিনিধি
শাবি প্রেসক্লাবের সাথে চেসক্লাবের মতবিনিময়
প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে বিশ্ববিদ্যালয়ের দাবাড়ু শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট চেস্ট ক্লাব’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭মে) দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মানস কুমার সাহা, সহ সভাপতি মো. আফছার রাব্বি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিঠু, কোষাধ্যক্ষ মো. তোফায়েল কবির নিলয়, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল মুরদালীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে উপস্থিত ছিলেন, উম্মে হাবিবা সুলতানা, প্রশিক্ষক ফারদিন জাহিদ আকাশ, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক সামিন ইয়াসার, সহকারী আয়োজক সম্পদক, রাফসান জানি রাফি, মো. আজহাবুল আনোয়ার, সহকারী প্রশিক্ষক রাকিবুল ইসলাম আকন্দ এবং কার্যকরী সদস্য সত্যজীত ভৌমিক, শৌভিক সরকার, ফখরুজ্জামান খালিক।
সভায় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাধারণ সদস্য নোমান মিয়া ও নাঈম আহমেদ শুভসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাস্ট চেসক্লাবের সভাপতি মানস কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ের দাবা প্রেমী শিক্ষার্থীদের নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। দাবাড়ুদের খেলার মানোন্নয়নের জন্য বিভিন্ন টুর্নামেন্ট ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণও বেড়েছে। আশা করি, আগামীতে দাবা খেলতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলে এ প্লাটফর্ম সুনামের সাথে কাজ করবে।
প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, নতুন সংগঠন হিসাবে যাত্রা শুরু করায় প্রথমেই আপনাদের অভিনন্দন। আমি আশা করি আপনাদের দ্বারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দাবাড়ু শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌছাতে পারবে। চেস্ট ক্লাবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তিনি বলেন আপনাদের যেকোন প্রয়োজনে শাবি প্রেসক্লাব সাধ্যমত সহযোগিতা করবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩