শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২০:২৫, ২৩ মে ২০২৩
‘কমিউনিটি স্বাস্থসেবা’কে জাতিসংঘের স্বীকৃতি : শাবিতে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
ছাত্রলীগের আয়োজনে শাবিপ্রবিতে আনন্দ শোভাযাত্রা। ছবি- আই নিউজ
বিশ্বব্যাপী জনগনের স্বাস্থসেবায় উন্নয়ন ও স্বাস্থসেবায় সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে ‘দা ইনিশিয়েটিভ’ নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবিত কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্যসেবা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় সংসদের নির্দেশনা অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার (২৩মে) দুপুর দেড়টায় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদ খলিলুর রহমান, সাবেক উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান ও সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সম্পাদক সুমন মিয়ার নেতৃতে ও বিকাল ৫টায় ইংরেজি বিভাগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্তের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্টিত হয়।
শোভাযাত্রা দুটি শাহপরান হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রথম ধাপে অনুষ্ঠিত শোভাযাত্রায় সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, ‘১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে বুঝতে পারেন এ দেশের স্বাস্থ্যখাতে উন্নয়ন করতে হলে গরিব দুঃখী ও মেহনতি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি কমিউনিটি ক্লিনিক সেবা চালু করেছিলেন।’
‘বর্তমানে প্রায় ১৪ হাজার ২২৩টি কমিউনিটি ক্লিনিক দেশের বিভিন্ন জায়গায় সেবা দিয়ে যাচ্ছে। সম্প্রতি শেখ হাসিনার এ উদ্যোগকে ‘দ্যা শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ আখ্যা দিয়ে জাতিসংঘ ‘কমিউনিটি ক্লিনিক’ কে স্বীকৃতি দিয়েছে। এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিবাদন জানাচ্ছি।’
এদিকে, বিকালে অনুষ্ঠিত তারেক-সুমন ও স্বাধীন গ্রুপের আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইংরেজি বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্ত বলেন, গরিব দুঃখী ও মেহনতি মানুষের সেবায় ১৯৯৮ সালে শেখ হাসিনা এ কমিউনিটি ভিত্তিক সেবা চালু করেছেন এবং গ্রাম বাংলার সবার কাছে তা পৌছে দিয়েছেন। সম্প্রতি এ উদ্ভাবনকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩