ক্যাম্পাস প্রতিনিধি
শাবিপ্রবি ‘বি’ ইউনিটের গুচ্ছ পরীক্ষার রেজাল্ট
সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি)র মানবিক অনুষদের ‘বি’ ইউনিটের গুচ্ছ পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) রাত ৯টায় ফলাফল প্রকাশ করা হয়।
শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম তথ্য নিশ্চিত করে বলেন, রাতে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার ৫৬.৩২ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৩.৬৮ শতাংশ। শিক্ষার্থীরা তাদের রোল দিয়ে জিএসটির ওয়েবসাইট থেকে ফলাফল জামতে পারবে।
এদিকে ভর্তি কমিটির সূত্রে জানা যায়, 'বি' ইউনিটে মোট পরীক্ষার্থী ছিল ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে ৯৪ হাজার ৬শ' ৪১জন পরীক্ষায় অংশ নেয়। তাতে উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২শ' ৯৬ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৩শ' ৩৮ জন। পাশের হার ছিল ৫৬.৩২ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে ৯০ নম্বরের ওপরে পেয়েছেন ২ জন, ৮০ নম্বরের ওপরে ১০৩ জন, ৭৫ নম্বরের ওপরে ৩৪৫ জন, ৭০ নম্বরের ওপরে ৯৯১, ৬৫ নম্বরের ওপরে ২৩৩৩, ৬০ নম্বরের ওপরে ৪৮৪১, ৫৫ নম্বরের ওপরে ৮৯৮৫, ৫০ নম্বরের ওপরে ১৪৯৭০, ৪৫ নম্বরের ওপরে ২২৫৮৩, ৪০ নম্বরের ওপরে ৩১৭৩৬, ৩৫ নম্বরের ওপরে ৪২০৪৫, ৩০ নম্বরের ওপরে ৫৩২৯৬ এবং ৩০ নম্বরের নিচে ৪১৩৩৮ জন। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে ৯৩ দশমিক ২৫।
গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে মোট ৭ হাজার ৭৪৬টি আসন রয়েছে। এই ইউনিটে (মানবিক) প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর আগে গত শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | Gst B unit result 2023
যারা এখনো গুচ্ছ মানবিক বিভাগের ফলাফল পাননি তারা এখনই নিচের ধাপগুলো অনুসরণ করে ফলাফল দেখে নিন। এ পদ্ধতিতে যার যার ফলাফল তার প্রোফাইলের মাধ্যমে দেখতে পারবে। আর এই পদ্ধতিতে সার্ভারে কোন ধরনের সমস্যা দেখা যায় না।
Gst admission ac bd result দেখার নিয়ম ২০২৩
প্রথম ধাপ
যেকোনো ধরনের একটি ইন্টারনেট ডিভাইস দিতে হবে প্রথমে। সেটি হতে পারে মোবাইল কম্পিউটার। এরপর যেকোনো একটি ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করুন।
দ্বিতীয় ধাপ
গুগল ক্রোমে প্রবেশ করার পর এখন Gst admission ac bd এই লিংকে প্রবেশ করুন। মূলত এটি হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট। যেখানে আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।
তৃতীয় ধাপ
এই ধাপে প্রবেশ করার পর যখন আপনি অ্যাপ্লিকেশন করেছেন তখন আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে।
চতুর্থ ধাপ
ওয়েবসাইটে লগইন করার পর আপনার প্রোফাইলে যাবতীয় সকল তথ্য দেখতে পারবেন। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তা দেখতে পারবেন। এভাবেই মূলত গুচ্ছ পরীক্ষার ফলাফল দেখতে হয়।
এভাবে মূলত গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন থাকে রেজাল্ট সংক্রান্ত বিষয়ে আরো তথ্যগুলো। সেই তথ্যগুলো এখন আপনাদের সামনে তুলে ধর।
চবি বি ইউনিট ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
গুচ্ছ মানবিক ভর্তি পরীক্ষার মানবন্টন
এই ডিপার্টমেন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল মোট ১০০ নম্বরে। বিষয় ছিল মোট তিনটি। আর উত্তীর্ণ নম্বর ছিল ৪০। যারা শুধুমাত্র ৪০ নম্বর পেয়েছে তারাই এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। গুচ্ছ পরীক্ষার মানবন্টন দেওয়া হল।
- ইংরেজি ৩৫ নম্বর
- বাংলা ৪০ নম্বর
- আইসিটি ২৫ নম্বর
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩