শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ দিতে নৌবাহিনীর ক্যাম্পেইন
সরাসরি কমিশন্ড অফিসার পদে-২০২৪-এ ডিইও ব্যাচে নিয়োগ দিতে ''জয়েন বাংলাদেশ ন্যাবি'' শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পেইন করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব'র সহযোগীতায় এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের পাবলিক রিলেশন সেক্রেটারি আফসানা ইসলাম শিফার সঞ্চালনায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. ইকবাল ও লেফটেন্যান্ট কমান্ডার নাসিম ইকবাল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.মো. মোজাম্মেল হক, সহযোগী অধ্যাপক ড. মো.মাহবুবুল হাকিম ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান।
নৌবাহিনী সম্পর্কে ক্যাপ্টেন ইকবাল বলেন, নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশ ও বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষন। নৌবাহিনী বাংলাদেশের সাথে অন্যান্য যত দেশের সমুদ্রের সাথে বর্ডার আছে এগুলো রক্ষা করা ও সামুদ্রীক সম্পদ রক্ষা করা।
এছাড়াও থেকে গ্রাজুয়েটদের নৌবাহিনীর প্রতি আগ্রহী করতে তিনি বলেন, নৌবাহিনীতে চাকরি করা মানে নিজের দেশের জন্য কিছু করা। এখানে আছে ভালো মানের স্যালারি ও পরিবারের জন্য বাসস্থান চিকিৎসা, শিক্ষাসহ আরো নানা ধরণের সুযোগ। এছাড়াও অফিসিয়াল কাজে দেশের বাইরে যাওয়ার সুযোগ ও রয়েছে।
উল্লেখ্য, বুধবার ২৫মে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় ফ্রি নৌবাহিনীতে আবেদনের ব্যাবস্থা করা হয়েছে। আগ্রহী প্রর্থীরা শুধু পাসপোর্ট সাইজের ছবির সফট কপি দিয়েই আবেদন করেছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩