সাগর শুভ্র,শাবি প্রতিনিধি
গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
সি ইউনিটের পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীরা। ছবি- আই নিউজ
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শাবিতে অংশ ৯৪৪জন শিক্ষার্থীর জন্য আসন বিন্নাস করা হয়েছে।
শনিবার (২৭ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি ও সি তে এই পরিক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির সদস্য সচিব ড.মো. মাহবুবুল হাকিম।
তিনি বলেন, ২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আজ শাবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ৯৪৪ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘সি’ তে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
ড. মাহবুবুল হাকিম আরও বলেন, ৩ জুন শাবিপ্রবিতে ‘এ’ ইউনিটে ছয় হাজার ৩৯ শিক্ষার্থী অংশ নেবেন। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরীক্ষার সিট বসানো হবে।
এবার দেশের ২২ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২০ মে দেশের ৩৯ টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং গত ২৩ মে রাতে ওই ইউনিটের ফলাফলও ঘোষণা করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩