সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
শাবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
সারাদেশে একযোগে গুচ্ছের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ১৯টি কেন্দ্রে ২০২২-২৩ সেশনের ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হয় এই ভর্তি পরীক্ষা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, শাবিপ্রবি কেন্দ্রে ৯৪৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করার জন্য আসন বিন্ন্যাস করা হয়েছিল কিন্তু ৯২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যা মোট শিক্ষার্থীর ৯৭.৭৮ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা দিতে আসা সুনামগঞ্জের নাদির বলেন, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্নের মান মানসম্মত ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধূরী বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে আমরা প্রক্টরিয়াল বডি সবসময় তৎপর ছিলাম। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোন ধরণের সমস্যা সৃষ্টি হয় নাই।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বি.এন.সি.সি শিক্ষার্থীদের তথ্য দিয়ে সহযোগীতা করেছেন এবং শাখা ছাত্রলীগ কর্র্তৃক শিক্ষার্থীদের জন্য কলম, পানি ও জয় বাংলা বাইক সার্ভিসের ব্যাবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ জুন বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সেন্টারেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩