শাবি প্রতিনিধি
শাবিতে ফুটবল এনকাউন্টারে চ্যাম্পিয়ন ‘দা ডিকটেটর’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের ২৮তম ব্যাচ কর্তৃক আয়োজিত ‘সোশিওলজি ফুটবল এনকাউন্টার সিজন-৪’ শীর্ষক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম ‘দা ডিকটেটর’। রানার্স আপ ‘এফসি শোটার-৭’।
আজরবিবার (৪জুন) সন্ধ্যা ৭ টায় ২৮তম ব্যাচের পক্ষ থেকে বিপুল দাস গুপ্ত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এবারের টুর্নামেন্টে ৪টি টিম অংশগ্রহন করেছে। টিম গুলো হলো এফসি শোটার-৭,ইলাসট্রেট-২৬, দা ডিকটেটর, ও রেকলেস।
গত ৩০, ৩১ মে ও ১জুন গ্রুপ পর্বের খেলা হয়। এর মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষ ২টিম ‘এফসি শোটার-৭’ ও ‘দা ডিকটেটর’ ফাইনাল নিশ্চিত করে। পরবর্তীতে আজ তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকে দলগুলো। পরে তাদের মধ্যে টাইব্রেকার অনুষ্টিত হয়।
প্রথম ধাপে ৫টি করে পেনাল্টি শোট হয় এতে ৪-৪ গোলে আবরো সমাতায় থাকে দলগুলো। পরে ২টি করে পেনাল্টি শোট দেওয়া হয় এতে ২-১ গোলে জয় লাভ করে টিম ‘দা ডিকটেটর’।
তিনি আরো বলেন, এর পর সন্ধ্যা ৬ টায় পুুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, সহকারী অধ্যাপক আশীষ কুমার বণিক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অবিজিত চক্রবর্তী অয়নসহ বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অধ্যাপক ফারুক উদ্দিন বলেন, প্রথমেই ধন্যবাদ ২৮তম ব্যাচকে যারা রাতদিন পরিশ্রম করে এরকম সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। এই টুর্নামেন্টের মাধ্যামে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন লক্ষ্য করছি যা সত্যিই খুব আনন্দের। এবং তোমরা এর ধারাবাহিকতা সবসময় চলমান রাখবা আশাকরি।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩