শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে জাতীয় পরিবেশ উৎসবের আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়ুথপ্রেনিউর নেটওয়ার্কের উদ্যোগে জাতীয় পরিবেশ উৎসবের আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯জুন) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, উৎসবটি দুইটি পর্বে সম্পন্ন হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিকাল সাড়ে ৩টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পর্বটি অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, সমস্যা সমাধান, চিত্রাংকন, ডিজিটাল পোস্টার এবং পরিবেশ বান্ধব বিজ্ঞান প্রকল্প- এই ৬টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সিলেট অঞ্চলের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৮ জনকে বাছাই করা হয়েছে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ে পরিবেশ উৎসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।
শাবিতে অনুষ্ঠিত উৎসবের পুরস্কার বিতরনীতে সাস্ট সায়েন্স অ্যারেনার উপদেষ্টা এবং প্রোগ্রাম মডারেটর সহকারী অধ্যাপক নুরুন্নবী আজাদ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. জাকির হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের অপারেসন্স ম্যানেজার মো মাশফিকুর রহমান মুন্না, সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি জেড এম তৌহিদুল ইসলাম সিজান এবং প্রান আর এফ এলের ইভেন্ট টিম ম্যানেজার মো আকরাম হোসেন।
এই উৎসবে টাইটেল স্পনসর হিসেব ছিল টেল প্লাস্টিকস, আঞ্চলিক আয়োজক ছিল সাস্ট সাইন্স এরেনা এবং সার্বিক সহযোগিতায় আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
সিলেট অঞ্চলের বাছাই উৎসবের সার্বিক আয়োজনে ছিলেন শাবির বিজ্ঞান বিষয়ক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা এবং ক্লাব পার্টনার ছিলেন গ্রিন এক্সপ্লোরাল সোসাইটি।
আইনিউজ/ই.উ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩