ইমরান আল মামুন
আপডেট: ০৬:৩৩, ১৩ জুলাই ২০২৩
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
৩০ মে ২০২৩ শেষ হয়ে গেছে এসএসসি পরীক্ষা। কিন্তু এর মধ্যেই শিক্ষার্থীরা ব্যাকুল হয়ে পড়েছে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দিবে? প্রতিনিয়ত তারা এসএসসি রেজাল্ট ২০২৩ সম্পর্কে জানার আগ্রহ পোষণ করছে। আজকের আর্টিকেলে এসএসসি ফলাফল - SSC result 2023 সংক্রান্ত সকল তথ্যগুলো তুলে ধরা হচ্ছে।
বাংলাদেশের বৃহৎ পাবলিক পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা। যাকে বলা হয় সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। বাংলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। প্রতিবছর প্রায় ১০ লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। আর যতদিন যাচ্ছে তত এই পরীক্ষার শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। কেননা পূর্বের তুলনায় বর্তমানে কয়েকগুণ বেশি শিক্ষার হার বেড়ে গেছে।
এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ কবে হবে
পূর্বে যদি কোন শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়তো সেই সংখ্যা ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। আর বর্তমানে যদি কোন শিক্ষার্থী পড়াশোনা থেকে ছিটকে যায় সে তবুও সে ন্যূনতম এসএসসি পাস করে। অর্থাৎ মানুষ এখন এডভান্স হয়েছে আর শিক্ষার প্রতি অনেকটা ঝুঁকে গেছে। যা আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। দেশের যত শিক্ষার হার বৃদ্ধি পাবে ঠিক ততটাই আমাদের উন্নতি হবে। আসুন এখন চলুন আজকের আলোচনার মূল প্রসঙ্গে যাই।
এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে | SSC result 2023
এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৩০ এপ্রিল ২০২৩। পরীক্ষার সময়কাল ছিল এক মাস অর্থাৎ পরীক্ষার শেষ তারিখ ছিল ৩০ মে ২০২৩। কিন্তু মাঝখানে ঘূর্ণিঝড় মোখার কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে এ পরীক্ষা আবার নেওয়া হয়েছিল। তবে এবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে অনেক ভালো পরীক্ষা দিয়েছেন এমনটাই জানিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা।
আর হ্যাঁ ইতিমধ্যে এইচএসসি পরীক্ষার রুটিন ২০২৩ প্রকাশিত করা হয়েছে। যারা এখন পর্যন্ত এই রুটিনটি দেখেননি তারা আমাদের আর্টিকেলটি দেখে নিতে পারেন। সেখানে সকল বোর্ডের পরীক্ষার রুটিন দেওয়া রয়েছে। শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করেও দিতে পারেন।
এসএসসি পরীক্ষার সময়কাল ছিল মোট তিন ঘন্টা সময়। অর্থাৎ পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১০ টায় এবং পরীক্ষা শেষ হয়েছিল দুপুর ১ টায়। পরীক্ষার মানবন্টন হচ্ছে ১০০ নম্বর।
পরীক্ষা শেষ হতে না হতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বিগ্ন দেখা গেছে পরীক্ষার ফলাফল নিয়ে। কারণ তাদের অতি জানার আগ্রহ রয়েছে কবে তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সাধারণত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় ৬০ দিন থেকে ৯০ দিনের মধ্যে।
যেহেতু এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে ৩০ মে ২০২৩। এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের কোন নোটিশ দেয়া হয়নি এসএসসির ফলাফল সংক্রান্ত। তবে ধারণা করা হচ্ছে জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম দিকে এ ফলাফল ঘোষণা হতে পারে। তবে এসএসসি পরীক্ষার রেজাল্ট কবে দেবে সেটি জানতে নিয়মিত আমাদের আপডেটের সঙ্গে থাকুন।
কারণ আমরা প্রতিনিয়ত সকল ধরনের শিক্ষা সংক্রান্ত তথ্য এবং ফলাফলগুলো সবার আগে দিয়ে থাকি। আর আমাদের তথ্যগুলো শতভাগ নির্ভুলভাবে দেওয়া হয়। এখান থেকে ভুল তথ্য পাওয়া সম্ভব না একদমই নেই।
তবে শিক্ষার্থীদের এ সময় ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করে নিজেকে এইচএসসি জন্য প্রিপারেশন করার চেষ্টা করা উচিত।সেইসঙ্গে অভিভাবকদেরও এ বিষয়ে হতে হবে। পরীক্ষার ফলাফল খারাপ হলে তারা যেন শিক্ষার্থীদের ওপর দোষারোপ না করে এবং তাদের মন মানসিকতা ভেঙে না দেয়।
আপনারা এই আর্টিকেলের মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে দেওয়া হবে সেটি সম্পর্কে জানলে। আরো যেকোনো ফলাফল সংক্রান্ত বিষয় জানতে আমাদের আই নিউজের সঙ্গে থাকুন।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩