শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষা জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কর্মশালার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তর। কর্মশালাটি বিকেল ৫টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। বিশেষজ্ঞ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ, কথাশিল্পী ও লেখক অধ্যাপক ড. আনোয়ারা সৈয়দ হক।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
আয়োজকরা জানান, কর্মশালায় ৪টি সেশনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিষয়ে আলোচনা করা হবে। একটি সেশনে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত আলোচনা রাখা হয়েছে। কর্মশালায় আলোচক হিসেবে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আনোয়ারা সৈয়দ হক, শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম ও কাউন্সেলিং সাইকোলজিস্ট ফজিলাতুন নেসা।
আইনিউজ/ই.উ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩