নিজস্ব প্রতিবেদক
এমসি কলেজের ৪ শিক্ষক পাচ্ছেন গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড
কর্মনৈপূণ্য, কর্তব্যনিষ্ঠা ও কলেজের উন্নয়নে অবদানের জন্য সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই ৪ ক্যাটাগরি থেকে ৪ জন শিক্ষককে 'গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড' ২০২২-২৩ নির্বাচিত করা হয়েছে। বুধবার এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
অধ্যাপক ক্যাটাগরিতে 'গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড' এ মনোনীত হয়েছেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান ও প্রভাষক ক্যাটাগরিতে ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।
অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, গত এক বছরে কলেজের উন্নয়নে যারা ভালো কাজ করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করতে এই আয়োজন। ভবিষ্যতেও ভালো কাজের ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত হয়েছিলেন এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান। ২০২২ সালেও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। আর এ বছর জেলা পর্যায়ে শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক।
আইনিউজ/ই.উ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩