Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৫, ১৭ জুন ২০২৩

শাবিতে সংঘর্ষ : শিক্ষার্থীদের অভিযোগের তীর দুলালের দিকে

বাকবিতণ্ডার জের ধরে হামলায় জড়িয়ে পড়ে দু`পক্ষ। ছবি- আই নিউজ

বাকবিতণ্ডার জের ধরে হামলায় জড়িয়ে পড়ে দু`পক্ষ। ছবি- আই নিউজ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করাকে কেন্দ্র করে স্থানীয় একজনের সাথে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষ স্থানীয় যুবলীগ নেতা দুলালের নেতৃত্বে  হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ডের সাথে বাকবিতন্ডা হয় তাদের। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে ভিতরে যেতে বাঁধা দেয়ায় তর্কাতর্কির একপর্যায়ে শাবি শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয়পক্ষ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মুখোমুখি অবস্থান নেয়। শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ফটকের সামনের সড়ক অবরোধ করেন। এক পর্যয়ে আখালিয়া এলাকাবাসী ও শাবি শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্সহ প্রায় ২১ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর বাকিরা সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন। 

এ বিষয়ে ছাত্রলীগ নেতা খলিলুর বলেন, দুলাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যুবলীগের নাম ভাঙিয়ে দুকানদারদের থেকে ২০০ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করে। এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উত্তক্ত করে। এবং সে একজন দখলদার বলেও সবাই থাকে চিনে।

অভিযোগ  অস্বীকার করে দুলাল বলেন, আমি এরকম কিছুর সাথে আমি জড়িত নেই। দোকানদাররা আমার থেকে  বিদুৎ সংযোগ নিয়েছে তাই আমি তাদের থেকে টাকা নেই। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা খলিল এর নেতৃতে্ব শিক্ষার্থীরা আমাদের নৌকার মেয়র প্রার্থী আনোয়াজ্জামান এর প্রচারনার গাড়ি ভাংচুর করেন। তাছাড়া সদর উপজেলা যুবলীগের অফিস ও ভাংচুর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.কামরুজ্জামান বলেন, বিষয়টি প্রশাসনের উপরমহল দ্বারা মিমাংসা করা হবে।  সামনে নির্বাচন নির্বাচনের পর এ বিষয়ে স্থানীয়দের সাথে বসা হবে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়