শাবি প্রতিনিধি
আপডেট: ১৫:২৭, ২২ জুন ২০২৩
শাবিতে ‘ইউজিসিরি অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রত্যাখ্যান করে শিক্ষকদের মানবন্ধন
শিক্ষক সমিতির আয়োজনে মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি- আই নিউজ
‘ইউজিসিরি অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রতিপালনের নির্দেশ প্রত্যখ্যান এবং এই নির্দেশের প্রতিবাদে ও প্রহেলা জুলাই ২০১৫ সাল থেকে পিএইচডি ইনক্রিমেন্ট বাস্তবায়নের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে মানবন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে প্রায় দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২২জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড.আখতারুল ইসলাম ।
অধ্যাপক তুলসি কুমার বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে একটার পর একটা নীতিমালা চাপিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমনটা হতে থকলে মেধাবীরা শিক্ষকতায় আসতে চাইবে না। তারা ভাববে শিক্ষকতায় অর্থ নাই, জীবনে জৌলুস নাই। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ,পড়াশোনায় ও গবেষনায় বিকাশ গঠবে না। এসব নীতিমালা প্রণয়ন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষদের মত সম্মানীয় একটা পেশাকে সম্মানহানী করা হয়েছে।এইভাবে চলতে থকলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মূখ তুবড়ে পড়বে। এখন আমাদের সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের সাথে যারা সংশ্লিষ্ট আছে সবাইকে সম্মিলিতভাবে এসব অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়িয়ে এসব থেকে বেড়িয়ে আসতে হবে । যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় মেধাবীরা আসতে পারে, তারা নির্বিঘ্নে গবেষনা করতে পারে। শিক্ষকরা ক্ষমতা চায় না শিক্ষকরা একটু সাম্মান নিয়ে বাঁচতে চায়।
অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, মানববন্ধনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ইউজিসি যে অভিন্ন নীতিমালা প্রণয়ন করেছে এটা ‘কমান্ড এডমিনিস্ট্রেটিভ সিস্টেম’। এটা কোনো সিস্টেম নয়, শুধু একটা চিঠি পাঠিয়ে দিয়ে বললো বাস্তবায়ন করতে। এটা হাস্যকর এবং অসম্মানজনক। আমাদেরকে বারবার বিভিন্ন বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা কি এতই দূর্বল। এ নীতিমালা সারা দেশের শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে এবং যে পদ্ধতিতে তারা এ নির্দেশ পাঠিয়েছে অবশ্যই ইউজিসিকে এটা বাতিল করতে হবে।
তিনি আরো বলেন, আমরা এ নীতিমালা তো গ্রহণ করবোই না, তারা এ নীতিমালা কেন প্রণয়ন করেছে সেটার জবাব দিতে হবে। আমরা এ নীতিমালা প্রত্যাখ্যানের জন্য ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছি। এ সময়ের মধ্যে প্রত্যাখ্যান না করলে শিক্ষকরা রাস্তায় নামবে। আর শিক্ষকরা রাস্তায় নামলে তারা সহজে ফিরে আসবে না।
শিক্ষক সমিতির সভাপতি ড.কবির হোসেন বলেন, আমাদের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কে ইউজিসি কর্তৃক অভিন্ন আর্থিক নীতিমালা সম্পর্কিত যে পারিতোষিক নির্ধারণ করেছে, তা শাবি শিক্ষক সমিতি প্রত্যাখ্যান করেছে। ইউজিসি কর্তৃক আজ বিশ্ববিদ্যালয় গুলোকে আমলাতন্ত্র দ্বারা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সরকারকে আহব্বান করে বলতে চাই এবছর মহান জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এরা যারা বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করতে চায়? তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক।
এছাড়া তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পিএচডি ইনক্রিমেন্ট ২০১৫ থেকে বন্ধ রেখে বিসিএস (শিক্ষা) ক্যাডারদের পিএইচডি ইনক্রিমেন্ট চালু রেখে শিক্ষকদের সাথে বৈষম্য করেছেন। অনতিবিলম্বে তা চালু করার দাবি জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩