শাবি প্রতিনিধি
আপডেট: ০০:০৬, ৯ জুলাই ২০২৩
শাবির সাবেক শিক্ষার্থী আশরাফুজ্জামানকে ৬ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদান
দূরারোগ্য ব্যাধি সোরিয়াসিসে আক্রান্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. আশরাফুজ্জামানের চিকিৎসা সহায়তায় ৬লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ জুলাই) দুপুুর ১২টায় পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের শিক্ষকমন্ডলী, এলামনাইবৃন্দ ও তার ব্যাচমেটদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তর করা হয়।
এ সময় পিএসএস বিভাগের এলামনই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. জহিরুল হকের সভাপতিত্বে ও এলাইমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইমরান আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পিএসএস বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন ,অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহকারী অধ্যাপক ও এলামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের সহকারী পরিচালক অধ্যাপক প্রতাপ চৌধুরী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক সোয়েব আহমেদ চৌধুরী, দুধওয়ালার স্বত্বাধিকারী মোতাহের হোসেন সোহেল, মাসুদ করিম, ইয়াজ উদ্দুন, রাজীব সরকার, মোহাম্মদ আলী, দেবাশিষ রায় প্রমুখ।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে এলামনাইয়ের সভাপতি ও উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন, সাস্টিয়ান মানেই এক আত্মার বন্ধন। অতীতের মতো এবারো সাস্টিয়ানরা প্রমাণ করেছে সবসময় তারা একে অপরের পাশে আছে। আমাদের পিএসএস বিভাগের সাবেক ছাত্র মো. মো. আশরাফুজ্জামানের চিকিৎসা সহায়তায় যারা এগিয়ে এসেছে তাদের অনেক ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এরকম মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি এরকম উদ্যোগ সবময় অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল পিএসএস এলামনাইয়ের পক্ষ থেকে মো.আশরাফুজ্জামানের চিকিৎসায় সহায়তার জন্য দেশ-বিদেশে অবস্থানরত শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহায়তা চেয়ে মানবিক আবেদন করা হয়। এর পর থেকে অর্থ সংগ্রহে এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩