শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৪:৩৬, ১০ জুলাই ২০২৩
শাবি ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার ছাত্রী; আটক ২
ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রী। এসময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা।
ছিনতাইকারীরা হলেন- ক্যাম্পাস সংলগ্ন নাজিরেরগাঁও এলাকার শানু মিয়ার ছেলে সুজন আহমদ ও টুকের বাজারের শাহপুরের আবুল হোসেনের ছেলে ময়নুল ইসলাম।
রোববার (৯ জুলাই) দিনগত রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের ভেতরে ছাত্রী হল ও শিক্ষক কোয়ার্টারের মাঝামাঝি জায়গায় এক ছাত্রীর হাত থেকে মোবাইল কেড়ে নেন ছিনতাইকারীরা। এসময় তিনি বেগম সিরাজুন্নেসা হলের দিকে যাচ্ছিলেন। মোবাইল কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে ‘মামা’ বলে চিৎকার দেন ওই ছাত্রী।
চিৎকার শুনে হলের নিরাপত্তাকর্মী ও শিক্ষক কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছিনতাইকারীদের পিছু নিয়ে তাদের হাতেনাতে আটক করে। শিক্ষক কোয়ার্টারের নিরাপত্তাকর্মী জুয়েল চন্দ্র দাশ বলেন, ওই ছাত্রীর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দুই ছিনতাইকারীকে ধরে ফেলি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা দ্রুত পদক্ষেপ নিই। প্রথমে ছিনতাইকারীদের প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। পরে তাদের পুলিশের হাতে তুলে দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সোপর্দ করি।
আইনিউজ/ইউএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া - গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩